ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পাকিস্তানের ক্রিকেটার হায়দার আলি

Published : Aug 08, 2025, 06:28 PM ISTUpdated : Aug 08, 2025, 06:53 PM IST
Haider Ali

সংক্ষিপ্ত

Haider Ali Arrested: ইংল্যান্ডে পাকিস্তানি অভিবাসীদের (Pakistani Migrants) বিরুদ্ধে বিভিন্ন বয়সি মহিলাদের যৌন হেনস্থা, ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধেও একই অভিযোগ উঠল।

Pakistani cricketer Haider Ali: জাতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে (England Tour) গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পাকিস্তানের এক ক্রিকেটার। এই ক্রিকেটারের নাম হায়দার আলি (Haider Ali)। ২৪ বছর বয়সি এই ব্যাটারকে গ্রেফতার করে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ (Greater Manchester Police)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) পক্ষ থেকে জানানো হয়েছে, 'ক্রিকেটার হায়দার আলির বিরুদ্ধে তদন্ত চলছে। সম্প্রতি পাকিস্তান শাহিনস দলের ইংল্যান্ড সফরে এক ঘটনা ঘটে।' ঠিক কী কারণে হায়দারের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, তাঁকে কেন গ্রেফতার করা হয়, সে বিষয়ে অবশ্য পিসিবি-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা ধর্ষণের অভিযোগ পেয়ে ২৪ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করি। ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে এক বাড়িতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। ধৃত ব্যক্তি জামিনে ছাড়া পেয়েছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।’ ইংল্যান্ডের পুলিশ তদন্ত চলাকালীন কোনও সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করে না। এবার পাকিস্তানি ক্রিকেটারেরও নাম প্রকাশ করা হয়নি। তবে বিষয়টি জানাজানি হয়ে গিয়েছে।

সাসপেন্ড হায়দার

২২ জুলাই ১৫ দিনের জন্য ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান শাহিনস দল। পরদিনই হায়দারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ব্যাটারের। তিনি জোড়া ওডিআই ম্যাচ এবং ৩৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। তবে এবার তাঁর বিরুদ্ধে ঘৃণ্য কাজে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এই ক্রিকেটারকে সাসপেন্ড করেছে পিসিবি। এ বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘হায়দার আলিকে এখন থেকেই সাসপেন্ড করা হচ্ছে। তদন্তের ফল যতক্ষণ না জানা যাচ্ছে, ততক্ষণ এই ক্রিকেটার সাসপেন্ড থাকছেন। আইনি প্রক্রিয়ার প্রতি পিসিবি-র পূর্ণ শ্রদ্ধা আছে। ব্রিটেনের পদ্ধতির প্রতিও শ্রদ্ধাশীল পিসিবি। তদন্ত যাতে ঠিক পথে চলে, তার গুরুত্বের কথা জানে পিসিবি।’

হায়দারকে আইনি সহায়তা দিচ্ছে পিসিবি

হায়দারকে সাসপেন্ড করলেও, তাঁকে আইনি প্রক্রিয়ায় সাহায্য করছে পিসিবি। এই ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড