ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান, ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন শুবমান গিল

Published : Jul 27, 2025, 06:22 PM IST

Shubman Gill: ম্যাঞ্চেস্টারে (Manchester) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ বাঁচানোর জন্য লড়াই চালাচ্ছে ভারতীয় দল। এই লড়াইয়ে নেতৃত্ব দিলেন অধিনায়ক শুবমান গিল। তিনি অসাধারণ ব্যাটিং করলেন।

PREV
16
চলতি ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক শুবমান গিলের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত

ইংল্যান্ড সফরে ফের শতরান শুবমান গিলের

টেস্টে ভারতের অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই অসামান্য ব্যাটিং করে চলেছেন শুবমান গিল। ইংল্যান্ড সফরে ধারাবাহিকভাবে বড় রান করছেন শুবমান। রবিবার ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচের পঞ্চম তথা শেষ দিন ফের শতরান করলেন তিনি। চলতি সিরিজে দ্বিশতরানও করেছেন ভারতের অধিনায়ক। তিনি অসাধারণ ব্যাটিং করলেও, এই সিরিজে হারের আশঙ্কায় ভারতীয় দল।

26
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দিলেন শুবমান গিল

ডন ব্র্যাডম্যানকে ছাপিয়ে গেলেন শুবমান গিল

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে চতুর্থ শতরান করলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। তিনি কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দিলেন। ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনটি শতরান করেছিলেন ব্র্যাডম্যান। ৮৭ বছর পর তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন শুবমান। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোনও দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড গড়লেন।

36
ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে কোনও টেস্ট সিরিজে ৪ শতরানের নজির শুবমান গিলের

গাভাসকর-বিরাটের নজির স্পর্শ শুবমানের

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে চারটি শতরান করেছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। ২০১৪-১৫ মরসুমে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে কোনও টেস্ট সিরিজে চারটি শতরান করে গাভাসকরের সেই নজির স্পর্শ করেন বিরাট কোহলি। রবিবার দুই কিংবদন্তির নজির স্পর্শ করলেন শুবমান গিল। তিনি এই সিরিজে আরও একটি ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন। ফলে আরও শতরান করতে পারেন।

46
তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে কোনও টেস্ট সিরিজে ৭০০ রান শুবমান গিলের

সুনীল গাভাসকরের অন্য রেকর্ডও ভেঙে দেবেন শুবমান গিল?

ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে কোনও টেস্ট সিরিজে ৭০০ বা তার বেশি রান করার নজির গড়লেন শুবমান গিল। ২০২৪ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭১২ রান করেছিলেন যশস্বী জয়সোয়াল। তাঁর সেই নজির ছাপিয়ে গেলেন শুবমান। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ৭৭৪ রান করেছিলেন সুনীল গাভাসকর। তাঁর সেই নজিরও ছাপিয়ে যেতে পারেন শুবমান। চলতি সিরিজের শেষ টেস্ট ম্যাচে তাঁর সামনে সেই সুযোগ থাকবে।

56
কে এল রাহুলের সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে লড়াইয়ে রাখলেন শুবমান গিল

রাহুল-শুবমানের জুটিতে লড়াইয়ে ভারত

ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে কে এল রাহুলের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ১৮৮ রান যোগ করেন শুবমান গিল। ২৩০ বল খেলে ৯০ রান করে আউট হয়ে যান রাহুল। ২৩৮ বল খেলে ১০৩ রান করেন শুবমান। ০ রানে ২ উইকেট হারানোর পর রাহুল-শুবমানের জুটির সৌজন্যেই পঞ্চম দিনের প্রথম সেশন পর্যন্ত এই ম্যাচে টিকে আছে ভারতীয় দল। না হলে হয়তো এতক্ষণে হেরে যেত ভারত।

66
শুবমান গিল আউট হয়ে যাওয়ায় ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচে হারের আশঙ্কায় ভারতীয় দল

ম্যাঞ্চেস্টার টেস্টে হেরে যাবে ভারতীয় দল?

রবিবার ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচের পঞ্চম তথা শেষ দিনের শুরুতেই আউট হয়ে যান কে এল রাহুল। তবে আঙুলে চোট নিয়েও লড়াই চালিয়ে যাচ্ছিলেন শুবমান গিল। শতরান করার পর তিনি আউট হয়ে যাওয়ায় প্রবল চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে একনও দুই সেশনের খেলা বাকি। ফলে ভারতীয় দলের পক্ষে ম্যাচ বাঁচানো কঠিন।

Read more Photos on
click me!

Recommended Stories