England vs Australia: অ্যাশেজের পঞ্চম টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেট হারিয়ে ২১১ রান

Published : Jan 04, 2026, 11:24 PM IST
England vs Australia

সংক্ষিপ্ত

England vs Australia: আপাতত প্রথম দিনের শেষে, ইংল্যান্ডের স্কোর ৩ উইকেট হারিয়ে ২১১ রান। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।  

England vs Australia: অ্যাশেজ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। রবিবার থেকে সিডনিতে শুরু হয়েছে এই ম্যাচ। যদিও সিরিজে ইতিমধ্যেই জয় ছিনিয়ে নিয়েছে অজিরা (england vs australia)। তবে চতুর্থ টেস্টটি আবার ইংল্যান্ড জিতে নিয়েছে। সেক্ষেত্রে এই টেস্টটি নিয়মরক্ষার হলেও, ইংল্যান্ড অবশ্যই সম্মানজনক জয় পেতে চাইবে (eng vs aus)।  

 ইংল্যান্ড অবশ্যই সম্মানজনক জয় পেতে চাইবে

আপাতত প্রথম দিনের শেষে, ইংল্যান্ডের স্কোর ৩ উইকেট হারিয়ে ২১১ রান। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে কিছুটা বেকায়দায় পড়ে ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলে ফিরে যান মাত্র ১৬ রানে এবং বেন ডাকেটের সংগ্রহে ২৭ রান। জেকব বেথেলও খুব একটা সুবিধা করতে পারেননি। তাঁর ঝুলিতে মাত্র ১০ রান। 

 

 

তবে মিডল অর্ডারে নেমে হাল ধরেন জো রুট এবং হ্যারি ব্রুক। দুজনেই এখনও অপরাজিত আছেন। রুটের সংগ্রহে গুরুত্বপূর্ণ ৭২ রান এবং ব্রুক করেছেন ৭৮ রান। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে মাইকেল নেসার, মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড, প্রত্যেকে ১টি করে উইকেট পেয়েছেন।  

আপাতত প্রথম দিনের শেষে, ইংল্যান্ডের স্কোর ৩ উইকেট হারিয়ে ২১১ রান।   

 

 

দুই দলের প্রথম একাদশ

ইংল্যান্ডঃ জ্যাক ক্রলে, বেন ডাকেট, জেকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার-ব্যাটার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, ম্যাথু পটস, জশ টাং

অস্ট্রেলিয়াঃ ট্র্যাভিস হেড, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস ল্যাবুশাং, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাওয়াজা, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার-ব্যাটার), ক্যামেরন গ্রিন, বিউ ওয়েবস্টার, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ফিট ঘোষণা বিসিসিআই-এর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছেন শ্রেয়াস আইয়ার
শুক্রবার উইমেনস প্রিমিয়ার লিগের উদ্বোধন, দর্শকদের মাতিয়ে দিতে তৈরি ইয়ো ইয়ো হানি সিং