কোমা থেকে জেগে উঠলেন, সুস্থ হয়ে ওঠার পথে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা

Published : Jan 04, 2026, 11:35 PM IST
Damien Martyn

সংক্ষিপ্ত

Damien Martyn: অস্ট্রেলিয়ার হয়ে একাধিকবার বিশ্বকাপ জেতা তারকা ব্যাটার ডেমিয়েন মার্টিনের অসুস্থতা নিয়ে ক্রিকেট দুনিয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এই প্রাক্তন ক্রিকেটারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটছে।

DID YOU KNOW ?
কোমা থেকে ফেরা
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেমিয়েন মার্টিন কোমায় চলে গেলেও, এখন কোমা থেকে জেগে উঠেছেন।

Legendary Cricketer Damien Martyn: সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা কাজে লাগল। অলৌকিকভাবে কোমা থেকে জেগে উঠলেন অস্ট্রেলিয়ার (Australia) কিংবদন্তি ক্রিকেটার ডেমিয়েন মার্টিন। তিনি ২৬ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় ব্রিসবেনের (Brisbane) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মেনিনজাইটিসে আক্রান্ত বলে জানা যায়। এরপর ৫৪ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার কোমায় চলে যান। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। সম্প্রতি এই প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী আমান্দা জানান, তাঁর স্বামী চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এবার জানা গেল, কোমা থেকে জেগে উঠেছেন মার্টিন। তাঁকে খুব তাড়াতাড়ি আইসিইউ থেকে বের করে হাসপাতালের সাধারণ শয্যায় রাখা হতে পারে।

সুখবর দিলেন অ্যাডাম গিলক্রিস্ট

মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু তথা জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘গত ৪৮ ঘণ্টায় অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছে। ও (মার্টিন) এখন কথা বলতে পারছে এবং চিকিৎসায় সাড়া দিচ্ছে। ও কোমা থেকে জেগে ওঠার পর অসাধারণভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছে। ওর পরিবার মনে করছে, ঠিক যেন অলৌকিক ঘটনা ঘটেছে। এত ইতিবাচক ঘটনা ঘটছে যে ওরা আশা করছে,. ও আইসিইউ থেকে বেরিয়ে আসতে পারবে। ওকে হাসপাতালের অন্য অংশে নিয়ে যাওয়া হবে। এতে বোঝা যাচ্ছে, ওর সুস্থ হয়ে ওঠা কতটা চমকপ্রদ। কত তাড়াতাড়ি ঘটনার গতি-প্রকৃতি বদলে গিয়েছে, সেটাও বোঝা যাচ্ছে।’

কবে ছাড়া পেতে পারেন মার্টিন?

মার্টিন কিছুটা সুস্থ হয়ে উঠলেও, তিনি কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এই প্রাক্তন ক্রিকেটারকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তবেই বাড়ি ফিরতে পারবেন। তাঁর প্রাক্তন সতীর্থদের পাশাপাশি ক্রিকেটপ্রেমীরাও প্রার্থনা করে চলেছেন। সবারই আশা, মার্টিন দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২ বার ওডিআই বিশ্বকাপজয়ী দলের সদস্য ডেমিয়েন মার্টিন।
অস্ট্রেলিয়ার হয়ে ২ বার ওডিআই বিশ্বকাপ জিতেছেন তারকা ব্যাটার ডেমিয়েন মার্টিন।
Read more Articles on
click me!

Recommended Stories

IND U19 vs SA U19: বৈভব এবং অ্যারনের ব্যাটিং তাণ্ডব! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবারও ফর্মে দুই তারকা
ফিট ঘোষণা বিসিসিআই-এর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছেন শ্রেয়াস আইয়ার