
England vs India Edgbaston Test Match: বিশ্রাম দেওয়া হয়েছে দলের সেরা পেসার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। যে পিচে স্পিনাররা সুবিধা পেতে পারেন, সেখানে অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) খেলার সুযোগ দেওয়া হয়নি। গত ম্যাচে বোলিং বিভাগের খারাপ পারফরম্যান্সের পরেও লোয়ার-অর্ডার ব্যাটিং বিভাগের শক্তি বাড়ানোর কথা বলেছেন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। এজবাস্টন টেস্ট ম্যাচে (Edgbaston Test Match) ভারতীয় দল নিয়ে বিস্মিত কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর মতে, ভারতীয় দল যাতে উইকেট নিতে পারে, সে দিকে নজর দেওয়া উচিত ছিল। কিন্তু তার বদলে ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করে তোলার পরিকল্পনা করা হল। টিম ম্যানেজমেন্ট কেন এই সিদ্ধান্ত নিল, তা বুঝতে পারছেন না গাভাসকর।
কুলদীপের দলে না থাকা প্রসঙ্গে গাভাসকর বলেছেন, ‘কুলদীপকে যে দলে নেওয়া হল না, তাতে আমি একটু বিস্মিত। কারণ, এই ধরনের পিচে যেখানে সবাই বলছে যে বল একটু বেশি ঘুরবে, সেখানে কুলদীপকে দলে নেওয়া হল না।’ বিশেষজ্ঞ বোলারদের বদলে অলরাউন্ডারদের খেলার সুযোগ দেওয়া নিয়ে গাভাসকর বলেছেন, ‘তোমার টপ অর্ডারের ব্যাটাররা যদি প্রত্যাশা অনুযায়ী রান করতে না পারে, তাহলে সাত নম্বরে ওয়াশিংটন (সুন্দর) (Washington Sundar) বা আট নম্বরে নীতীশ রেড্ডি (Nitish Kumar Reddy) সেই সমস্যা মেটাতে পারবে না। কারণ, প্রথম টেস্টে ব্যর্থতার জন্য ব্যাটাররা দায়ী ছিল না। তোমরা ৮৩০ রান করেছিলে। তোমরা দুই ইনিংস মিলিয়ে ৩৮০ রান করোনি। ৮৩০-এর বেশি রান করেছিলে, যা অনেক রান। তোমার উইকেট নেওয়ার বিভাগের শক্তি বাড়ানো দরকার ছিল। ব্যাটিংয়ের শক্তি বাড়ানোর দরকার ছিল না।’
এজবাস্টনে বুমরাকে বিশ্রাম দিয়ে তাঁর পরিবর্তে আকাশ দীপকে (Akash Deep) খেলার সুযোগ দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাসকর। তাঁর মতে, বুমরাকে বিশ্রাম না দিয়ে খেলানো উচিত ছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।