
IND vs PAK Asia Cup: একদিকে ডামাডোল! অন্যদিকে, দীর্ঘ টালবাহানা।তারই মাঝে শুরু হয়ে গেল প্রস্তুতি। বলা ভালো, নকভির নেতৃত্বে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উপর যথেষ্ট চাপ রয়েছে। এবার বাধ্য হয়েই বিসিসিআই-কে চিঠি পাঠাল তারা (asia cup 2025 schedule)।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক ঠিক কোনদিকে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আর সেই হামলার পরেই ক্রিকেট জগতের একাংশ পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার পক্ষেই সওয়াল করেছিলেন।
ফলে, তার প্রভাব পড়তে পারে আইসিসি বা এসিসি আয়োজিত যে কোনও টুর্নামেন্টেও। তাই যচলতি বছরে, এশিয়া কাপের ভবিষ্যৎ কী? কেউ জানে না! সবকিছু ঠিকঠাক থাকলেও ভারত-পাক আদৌ মুখোমুখি হবে কিনা, কেউ জানে না।
এই সংস্থার প্রধান পাকিস্তানের ক্রিকেট কর্তা মহসিন নকভি। জানা যাচ্ছে, ভারতের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ার আগেই সূচি তৈরি করে ফেলা হচ্ছে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ শুরু হতে চলেছে আগামী ৫ সেপ্টেম্বর এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ সেপ্টেম্বর।
ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে ৭ সেপ্টেম্বর। যদিও গ্রুপ বিন্যাস এখনও চূড়ান্ত নয়। তবে নকভির এসিসি’র উপর যথেষ্ট চাপ রয়েছে। বাধ্য হয়ে বিসিসিআইকে চিঠি পাঠাল তারা। ভারতীয় বোর্ড যেহেতু টুর্নামেন্ট আয়োজন নিয়ে পর্যাপ্ত তথ্য এখনও দেয়নি, তাই এশিয়া কাপের সূচি তৈরি থেকে শুরু করে সামগ্রিক কোনও পরিকল্পনাই করতে পারছে না এসিসি।
আসলে যে কোনও টুর্নামেন্ট শুরুর কমপক্ষে ৬০-৯০ দিন আগে স্পনসরশিপ এবং মিডিয়া স্বত্বের বিষয়গুলি ঠিক করে নিতে হয়। কিন্তু তা না হলে, পুরো দায় এসে পড়বে এসিসির উপর। তাই একপ্রকার বাধ্য হয়েই বিসিসিআই-কে এবার চিঠি পাঠাল তারা।
ভারত এবং পাকিস্তান এখনও এশিয়া কাপ থেকে সরকারিভাবে নাম প্রত্যাহার করে নেয়নি। তাই এসিসি কর্তারা আশাবাদী যে এই টুর্নামেন্ট হবে এবং নির্ধারিত সময়েই ম্যাচগুলি করা যাবে। তবে এই টুর্নামেন্ট কিন্তু টি-২০ ফরম্যাটে খেলা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।