England vs India: শুবমান গিলের ২৬৯, এজবাস্টনে প্রথম ইনিংসে ৫৮৭ অলআউট ভারত

Published : Jul 03, 2025, 09:22 PM ISTUpdated : Jul 03, 2025, 10:07 PM IST
Shubman Gill scores 269

সংক্ষিপ্ত

Edgbaston Test Match: এবারের ইংল্যান্ড সফরে (India tour of England, 2025) এখনও পর্যন্ত তিনটি ইনিংস খেলেছে ভারতীয় দল। তিনটি ইনিংসেই বড় স্কোর করেছেন শুবমান গিলরা (Shubman Gill)। এবার ভারতের বোলারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

England vs India Second Test Match: ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫৮৭ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার এজবাস্টন (Edgbaston) টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন তৃতীয় সেশনে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল। অসাধারণ ব্যাটিং করলেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি টেস্ট ক্রিকেটে প্রথমবার ত্রিশতরান করার সুযোগ হারালেন। ৩৮৭ বলে ২৬৯ রান করে আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক। তিনি অসাধারণ ব্যাটিং করলেন। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) করেন ৮৯ রান। ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) করেন ৮৭ রান। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) করেন ৪২ রান। করুণ নায়ার (Karun Nair) করেন ৩১ রান। ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) করেন ২৫ রান।

টেস্ট ক্রিকেটে নতুন নজির শুবমানের

টেস্ট ক্রিকেটে কোনও ইনিংসে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন শুবমান। ২০১৯ সালে পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫৪ রান করে অপরাজিত ছিলেন ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এতদিন এটাই কোনও টেস্ট ইনিংসে ভারতের অধিনায়কের সর্বাধিক স্কোর ছিল। বৃহস্পতিবার বিরাটকে ছাপিয়ে গেলেন শুবমান। তিনি নতুন নজির গড়লেন।

এজবাস্টনে ভারতের অধিনায়কের সর্বাধিক স্কোর

বুধবার ও বৃহস্পতিবার এজবাস্টনে অসাধারণ ব্যাটিং করে বিরাটের আরও এক নজির ছাপিয়ে গেলেন শুবমান। তিনি ভারতের অধিনায়ক হিসেবে এজবাস্টনে টেস্ট ইনিংসে সর্বাধিক রান করলেন। ২০১৮ সালে এই মাঠে ১৪৯ রান করেছিলেন বিরাট। এবার তাঁর চেয়ে অনেক বেশি রান করলেন শুবমান। ভারতীয় দলও দারুণ জায়গায়। হেডিংলির (Headingley) মতোই এজবাস্টনেও ভারতের ব্যাটাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। এবার বোলারদের পালা। তাঁরা যদি প্রথম টেস্টের মতো খারাপ পারফরম্যান্স না দেখান, তাহলে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পারে ভারতীয় দল। সেই আশাই করছে ভারতীয় শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড