
England vs India Edgbaston Test Match: প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট ম্যাচে ত্রিশতরানের নজির গড়বেন শুবমান গিল? (Shubman Gill) এজবাস্টনে (Edgbaston) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় সেশনের পর ২৬৫ রান করে অপরাজিত ভারতের অধিনায়ক। ভারতীয় দলের স্কোর ৭ উইকেটে ৫৬৪। ৩ বল খেলে ০ রানে অপরাজিত আকাশ দীপ (Akash Deep)। তিনি যদি শুবমানকে কিছুটা সঙ্গ দিতে পারেন, তাহলে ভারতীয় দল ৬০০ রান পেরিয়ে যেতে পারে। শুবমানের ত্রিশতরান এবং ভারতীয় দলের স্কোর ৬০০ হয়ে গেলে এই ম্যাচে কোণঠাসা হয়ে যাবে ইংল্যান্ড। হেডিংলিতে (Headingley) প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৭১ রান করেছিল ভারতীয় দল। এজবাস্টনে তার চেয়ে অনেক বেশি রান হল। এবার যদি বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে ইংল্যান্ডকে চেপে ধরতে পারবে ভারত।
শুবমানের সঙ্গে জুটিতে ১৪৪ রান যোগ করেন ওয়াশিংটন সুন্দর। লোয়ার অর্ডার ব্যাটিংকে শক্তিশালী করার লক্ষ্যে তাঁকে এই ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়। টিম ম্যানেজমেন্টের আস্থার যোগ্য মর্যাদা দিলেন ওয়াশিংটন। এই অলরাউন্ডার ১০৩ বলে ৪২ রান করেন। তিনি ক্রিজের একদিক আঁকড়ে থেকে শুবমানকে রান বাড়াতে সাহায্য করেন।
এবারের ইংল্যান্ড সফরের (India tour of England, 2025) আগে দক্ষিণ আফ্রিকা (South Africa), ইংল্যান্ড, নিউজিল্যান্ড (New Zealand) ও অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে টেস্ট ম্যাচে শুবমানের ব্যাটিংয়ের গড় ছিল ২৫.৭। তিনি এই চার দেশ মিলিয়ে মাত্র দু'টি অর্ধশতরান করেন। তবে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পরেই শুবমানের ব্যাটিং বদলে গিয়েছে। ইংল্যান্ড সফরে প্রথম দুই ম্যাচেই বড় স্কোর করলেন ভারতের অধিনায়ক। তিনি দলকে ভরসা দিচ্ছেন। অধিনায়কের অসাধারণ পারফরম্যান্স দলের বাকি ব্যাটারদেরও উজ্জীবিত করে তুলেছে। বোলাররাও একইভাবে অনুপ্রাণিত হয়ে উঠলে সিরিজে সমতা ফেরাতে পারে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।