Shubman Gill: দ্বিশতরানের পর শতরান, এজবাস্টনে নতুন নজির শুবমান গিলের

Published : Jul 05, 2025, 08:15 PM ISTUpdated : Jul 05, 2025, 08:38 PM IST
Shubman Gill (Photo- @BCCI X)

সংক্ষিপ্ত

Captain Shubman Gill: টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে চারটি ইনিংস খেলেছেন শুবমান গিল। এর মধ্যে তিনটি ইনিংসেই বিশাল স্কোর করেছেন তিনি। এজবাস্টনে (Edgbaston) দুই ইনিংসেই অসামান্য ব্যাটিং করলেন ভারতের অধিনায়ক।

Shubman Gill vs England: প্রথম ইনিংসে ৩৮৭ বলে ২৬৯। দ্বিতীয় ইনিংসে ১২৯ বলে শতরান। এজবাস্টনে (Edgbaston) নতুন ইতিহাস গড়লেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ২২৭ বলে ১৪৭ রান করেছিলেন। এবার এজবাস্টনে প্রথম ইনিংসে দ্বিশতরান করার পর দ্বিতীয় ইনিংসে শতরান করলেন শুবমান। তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে নবম ব্যাটার হিসেবে কোনও ম্যাচের প্রথম ইনিংসে দ্বিশতরান করার পর দ্বিতীয় ইনিংসে শতরান করার নজির গড়লেন। ভারতের প্রথম ব্যাটার হিসেবে ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে (Port of Spain) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ৫৪ বছর পর সেই নজির স্পর্শ করলেন শুবমান। তিনি ইংল্যান্ডের মাটিতে কোনও দলের দ্বিতীয় অধিনায়ক হিসেবে এই নজির গড়লেন ১৯৯০ সালে লর্ডস (Lord’s) টেস্টে ভারতের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক গ্রাহাম গুচ (Graham Gooch)। ৩৫ বছর পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধেই এই নজির গড়লেন শুবমান।

এজবাস্টনে একাধিক নজির শুবমানের

ভারতের পুরুষ দলের হয়ে কোনও টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন শুবমান। তিনি চলতি সিরিজে প্রথম চার ইনিংসেই ৫০০-এর বেশি রান করে ফেলেছেন। হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংস ছাড়া বাকি সব ইনিংসেই ১০০-এর বেশি রান করেছেন ভারতের অধিনায়ক। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট ম্যাচের দুই ইনিংসেই শতরান করার নজির গড়েছিলেন গাভাসকর। ১৯৭৮ সালে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নজির গড়েন তিনি। ২০১৪ সালে অ্যাডিলেডে (Adelaide) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে এই নজির গড়েন বিরাট কোহলি (Virat Kohli)। এবার তাঁদের সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন শুবমান। তিনি বিরাটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কোনও টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে তিন ইনিংসে ১০০-এর বেশি রান করার নজির গড়লেন।

এজবাস্টনে দারুণ জায়গায় ভারত

এজবাস্টন টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় সেশন শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ৩০৪। ইংল্যান্ডের চেয়ে ৪৮৪ রানে এগিয়ে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম