England vs India: জয় পেতে দরকার ৭ উইকেট, শেষ দিন আকাশের দিকে তাকিয়ে ভারত

Published : Jul 05, 2025, 11:25 PM ISTUpdated : Jul 05, 2025, 11:44 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

Edgbaston Test Match: ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) টেস্ট সিরিজে কি সমতা ফেরাতে পারবে ভারতীয় দল? না কি এজবাস্টন টেস্ট ম্যাচ ড্র হয়ে যাবে? রবিবার ম্যাচের শেষ দিন টানটান লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

England vs India Test Match: ভারতের দরকার সাত উইকেট, ইংল্যান্ডের দরকার ৫৩৬ রান। ফলে এজবাস্টন টেস্ট ম্যাচের (Edgbaston Test Match) ফল শুধু দুটো হতে পারে। হয় ভারত জিতবে, না হলে ম্যাচ ড্র হবে। ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা নেই। যদিও হেডিংলিতে (Headingley) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের শেষ দিন ৩৫০ রান তুলে জয় পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু ভারতের বোলারদের যতই হতশ্রী পারফরম্যান্স হোক, একদিনে ৫০০-এর বেশি রান দেবেন, এই আশঙ্কা নেই। বোলারদের উপর ভরসা নেই বলেই শনিবার ম্যাচের চতুর্থ দিন ৬০৭ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি আউট হয়ে যাওয়ার পর কখন ইনিংস ডিক্লেয়ার করা হবে, সে বিষয়ে আলোচনা চলছিল। শেষপর্যন্ত ভারতের লিড ৬০০ পেরিয়ে যাওয়ার পর ইনিংস ডিক্লেয়ার করা হল।

শেষবেলায় চমক আকাশ দীপের

চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭২। ক্রিজে অলি পোপ (Ollie Pope) ও হ্যারি ব্রুক (Harry Brook)। পোপ ২৪ এবং প্রথম ইনিংসে শতরানকারী ব্রুক ১৫ রানে অপরাজিত। ৮ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছেন আকাশ দীপ (Akash Deep)। তিনি বেন ডাকেট (Ben Duckett) ও জো রুটকে (Joe Root) আউট করে ইংল্যান্ড শিবিরকে বড় ধাক্কা দিয়েছেন। ডাকেট ২৫ এবং রুট ৬ রান করেন। জাক ক্রলিকে (Zak Crawley) ফিরিয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ৭ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান ক্রলি। শেষ দিন সাত উইকেট নেওয়ার জন্য আকাশ দীপ ও সিরাজের দিকে তাকিয়ে ভারত।

শুবমানের নজির

প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৬২ বলে ১৬১ রান করেন শুবমান। তিনি ১৩টি বাউন্ডারি ও ৮টি ছক্কা মারেন। দুই ইনিংসেই দ্বিশতরান করার অনন্য নজির গড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ভারতের অধিনায়ক। তবে তিনি সেই নজির গড়তে পারলেন না। প্রথম ইনিংসে ৮৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ৬ উইকেটে ৪২৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা