Rishabh Pant: টেস্টে ধোনির চেয়ে অনেক এগিয়ে ঋষভ, এ কী বললেন সঞ্জয় মঞ্জরেকর!

Published : Jun 21, 2025, 10:18 PM ISTUpdated : Jun 21, 2025, 10:28 PM IST
Rishabh Pant

সংক্ষিপ্ত

Rishabh Pant-MS Dhoni: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল উইকেটকিপার-ব্যাটার মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এখন হঠাৎই তাঁকে খাটো করতে উদ্যত হয়েছেন বিতর্কিত প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Sanjay Manjrekar on Rishabh Pant-MS Dhoni: টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেয়ে এগিয়ে ঋষভ পন্থ! (Rishabh Pant) কোনও প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার এর আগে কখনও এই দাবি করেননি। স্বয়ং ঋষভও এ কথা বলেননি। কিন্তু এমনই মন্তব্য করে বসলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। তিনি মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে থাকেন। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের খাটো করে দেখানোর চেষ্টাও করেন মঞ্জরেকর। তবে কোনও ক্রিকেটার যখন সাফল্য পান, তখন তাঁর হয়ে গলা ফাটাতে দেখা যায় মঞ্জরেকরকে। ধোনি যতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছেন, ততদিন তাঁর সম্পর্কে কোনও কটূ মন্তব্য করেননি মঞ্জরেকর। শনিবার হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের (England vs India) দ্বিতীয় দিন ঋষভ শতরান করতেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মঞ্জরেকর। এই উইকেটকিপার-ব্যাটার ব্যর্থ হলে তখন আবার তিনিই তীব্র সমালোচনা করবেন।

কী বলেছেন মঞ্জরেকর?

বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে শতরান করার জন্যই ধোনির চেয়ে ঋষভকে এগিয়ে রাখছেন মঞ্জরেকর। তিনি বলেছেন, ‘তুমি যদি শতরান করতে পারো, তাহলে তোমার উপর আমার বিশ্বাস থাকবে। আমি সবসময় শতরানের দিকে নজর রাখি। আমরা কোথায় শতরান দেখতে পেলাম? ও (ঋষভ) ইংল্যান্ডে শতরান করেছে। ও দক্ষিণ আফ্রিকায় ১০০ করেছে। ও অস্ট্রেলিয়ায় জোড়া শতরান করেছে।’

পরিসংখ্যানে ধোনির চেয়ে এগিয়ে ঋষভ

টেস্ট ক্রিকেটের পরিসংখ্যান যদি দেখা হয়, তাহলে ধোনির চেয়ে এগিয়ে ঋষভ। কারণ, বিদেশের মাটিতে ৪৮টি টেস্ট ম্যাচ খেলে ৩২.৮৪ গড়ে ২,৪৯৬ রান করেছেন ধোনি। তিনি ১৮টি শতরান এবং একটি শতরান করেছেন। বিদেশে ধোনির একমাত্র শতরান পাকিস্তানের মাটিতে। সেখানে ঋষভ বিদেশের মাটিতে ৩০টি টেস্ট ম্যাচ খেলে ৩৯.৫২ গড়ে ১,৯৭৬ রান করেছেন। তিনি ৬টি শতরান এবং ৫টি শতরান করেছেন। পরিসংখ্যানে ঋষভ এগিয়ে থাকলেও, যে কোনও ম্যাচে পারফরম্যান্সের পাশাপাশি বিখ্যাত মস্তিষ্কের মাধ্যমে দলকে সাহায্য করতেন ধোনি। তাঁর এই প্রভাব কোনওভাবেই অস্বীকার করা যাবে না। ঋষভ বিদেশের মাটিতে টেস্টে ভালো ব্যাটিং করলেও, ধোনির মতো প্রভাবশালী ক্রিকেটার হয়ে উঠতে পারেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা