
England vs India Test Match: হেডিংলি (Headingley) টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশন ভারতীয় দলের (England vs India) জন্য খুব একটা ভালো গেল না। ৯৫ রান করলেও, ৪ উইকেট খুইয়ে বসল ভারত। সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) শতরান করলেও, পরপর উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। এদিন প্রথমে আউট হন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি ২২৭ বলে ১৪৭ রান করেন। এরপর ৬ নম্বরে ব্যাটিং করতে নামেন দীর্ঘদিন পর টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটানো করুণ নায়ার (Karun Nair)। তিনিও এই টেস্টে অভিষেক করা সাই সুদর্শনের (Sai Sudharsan) মতোই ৪ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। টেস্টে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে পারলেন না করুণ। তাঁর নামের মতোই এই ইনিংসে স্কোরও করুণ। ১৭৮ বলে ১২টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারির সাহায্যে ১৩৪ রান করে আউট হয়ে যান ঋষভ। ৮ বল খেলে ১ রান করে আউট হয়ে যান শার্দুল ঠাকুর (Shardul Thakur)। ২ রান করে অপরাজিত রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ভারতীয় দলের স্কোর ৭ উইকেটে ৪৫৪।
শনিবার খেলার শুরু ভালোভাবে করে ভারতীয় দল। দিনের প্রথম ঘণ্টায় ১৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৩ রান করে ভারত। তবে এরপর ১০.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২ রান করে ভারতীয় দল। পরপর উইকেট হারিয়ে বসে ভারত। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) ১৯.৪ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৬৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।
দ্বিতীয় সেশনে রান বাড়ানোর চেষ্টা করবে ভারতীয় দল। সেক্ষেত্রে ভরসা জাডেজা। এই অভিজ্ঞ অলরাউন্ডার অতীতে ক্রিকেটের সব ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবারও তাঁর উপরেই ভরসা করছে ভারতীয় দল। ৫০০ রান করতে পারলে মানসিকভাবে এগিয়ে থেকে বোলিং করতে নামতে পারবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সিরাজরা (Mohammed Siraj)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।