England vs India: টেস্টে অভিষেক সাই সুদর্শনের, টসে জিতে ফিল্ডিং ইংল্যান্ডের

Published : Jun 20, 2025, 03:25 PM ISTUpdated : Jun 20, 2025, 03:29 PM IST
Shubman Gill and Sai Sudharsan

সংক্ষিপ্ত

Sai Sudharsan Test Debut: ২০ জুন টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রাহুল দ্রাবিড় (Rahul Dravid), বিরাট কোহলির (Virat Kohli)। একই দিনে টেস্টে অভিষেক হল সাই সুদর্শনের।

England vs India Headingley Test Match: আইপিএল-এ (IPL 2025) ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবার টেস্টে অভিষেক হল সাই সুদর্শনের (Sai Sudharsan)। ২৯ বছর আগে লর্ডস টেস্টে (Lord's Test) অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। এবার সেই ইংল্যান্ড সফরেই প্রথম টেস্ট ম্যাচ খেলছেন সাই সুদর্শন। তিনি ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় ভারতীয় ক্রিকেট মহল। দীর্ঘদিন পর টেস্ট ম্যাচ খেলছেন করুণ নায়ার (Karun Nair)। টেস্ট ক্রিকেটে ত্রিশতরান করা করুণও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় ক্রিকেট মহল। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়ের উপর ভরসা করছে ভারতীয় দল। দলে একজনই স্পিনার আছেন। তবে হেডিংলিতে (Headingley) মেঘলা আবহাওয়ায় ইংল্যান্ড টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ভারতীয় ব্যাটারদের কাজ কঠিন হতে পারে।

হেডিংলি টেস্টে ভারতীয় দলে কারা আছেন?

হেডিংলিতে ভারতীয় দলের হয়ে খেলছেন- যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal), কে এল রাহুল (KL Rahul), সাই সুদর্শন, শুবমান গিল (Shubman Gill) অধিনায়ক, ঋষভ পন্থ (Rishabh Pant) সহ-অধিনায়ক ও উইকেটকিপার, করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), শার্দুল ঠাকুর (Shardul Thakur), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।

ইংল্যান্ড দলে কারা আছেন?

হেডিংলি টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলছেন- জাক ক্রলি (Zak Crawley), বেন ডাকেট (Ben Duckett), অলি পোপ (Ollie Pope), জো রুট (Joe Root), হ্যারি ব্রুক (Harry Brook), বেন স্টোকস (Ben Stokes) অধিনায়ক, জেমি স্মিথ (Jamie Smith) উইকেটকিপার, ক্রিস ওকস (Chris Woakes), ব্রাইডন কার্স (Brydon Carse), জশ টাং (Josh Tongue) ও শোয়েব বশির (Shoaib Bashir)।

৩ নম্বরে ব্যাটিং করবেন সাই সুদর্শন

ভারতের অধিনায়ক শুবমান জানিয়েছেন, তিন নম্বরে ব্যাটিং করবেন সাই সুদর্শন। লর্ডসে অভিষেক টেস্টে শতরান করেছিলেন সৌরভ। এবার সাই সুদর্শনও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় ভারতীয় ক্রিকেট মহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম