IND vs ENG Test: শুরু হচ্ছে ২২ গজের ক্লাসিক্যাল যুদ্ধ! ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কী বলছেন শুভমান?

Published : Jun 20, 2025, 12:38 PM ISTUpdated : Jun 20, 2025, 01:00 PM IST
india vs england test series 2025

সংক্ষিপ্ত

IND vs ENG Test: শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগেই মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল।  

IND vs ENG Test: শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। তবে এই গুরুত্বপূর্ণ সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি না থাকলেও, সেই বিষয়টি নিয়ে খুব একটা চিন্তা নেই বলেই জানিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল (eng vs ind test)। 

বরং, এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের না থাকায় তাদের জেতার তাগিদ আরও বেড়ে যাবে বলেই  মনে করছেন তিনি। প্রসঙ্গত, ভারতের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে শুক্রবার, প্রথমবারের জন্য মাঠে নামবেন শুভমান। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি। গোটা দল চাইছে, জয় দিয়েই অভিযান শুর করতে।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে শুভমান কী জানালেন? 

তাঁর মতে, “আইপিএল-এর সময় দুজনের সঙ্গে কথা হয়েছে। ওরা ওদের ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা সম্পর্কে আমাকে বলেছে। এখানে এসে ঠিক কী ধরনের চ্যালেঞ্জের সামনে পড়তে হয়, সেটাও জানিয়েছে। তাই ওদের শিক্ষা আমরা কাজে লাগাতে চাই।”

ভারত অধিনায়কের কথায়, “গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ়ে আমরা খেলেছিলাম, সেটা আমার খেলা অন্যতম একটা সেরা সিরিজ় ছিল। সেখানেও কিন্তু আমাদের প্রথম একাদশের অনেক ক্রিকেটার ছিলেন না। তারপরেও আমরা ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছিলাম। ফলে, সেটা থেকেই বোঝা যায় যে, আমাদের ক্রিকেটারদের মান কতটা ভালো। তাই গতবারেরের মতো এবারও আমরা করে দেখাতে চাই। রোহিত এবং কোহলিকে ছাড়াই আমরা জিতব।"

আবেগতাড়িত শুভমান

তিনি জানিয়েছেন, "এর থেকে বড় সম্মান একজন ক্রিকেটার আর কী পেতে পারে? টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ কজন পায়! আমি তাই ভীষণ উত্তেজিত। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তার মান রাখতে চাই। অধিনায়ক হিসেবে ইংল্যান্ড সফরে আসার সুযোগ কতবার পাওয়া যায়? খুব বেশি হলে দুবার বা তিনবার। কিন্তু আইপিএল প্রতি বছর অনুষ্ঠিত হয়। আর তাই প্রতি বছর সেই ট্রফি জেতার সুযোগ পাওয়া যায়। অতএব, আমার মতে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় জেতা আসলে আইপিএল জেতার থেকে অনেক বেশি গর্বের।” 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম