Rishabh Pant: ঋষভ পন্থের শতরান, হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন জাঁকিয়ে বসল ভারত

Published : Jun 21, 2025, 04:43 PM ISTUpdated : Jun 21, 2025, 05:15 PM IST
rishabh pant test cricket

সংক্ষিপ্ত

England vs India: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও দাপট দেখাচ্ছে ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামা আখেরে ভারতীয় দলের পক্ষে ভালোই হয়েছে। দেশের মাটিতে চাপে পড়ে গেল ইংল্যান্ড দল।

Rishabh Pant Century: বিদেশের মাটিতে কোনও টেস্ট ম্যাচে একই ইনিংসে ভারতীয় দলের তিনজন ব্যাটার শতরান করছেন, এই ঘটনা বিরল। তবে হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের (England vs India) প্রথম ইনিংসে এই নজির গড়ল ভারতীয় দল। শুক্রবার ম্যাচের প্রথম দিন শতরান করেছিলেন ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) এবং অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন শতরান করলেন সহ-অধিনায়ক তথা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। শনিবার ১৪৬ বলে শতরান পূর্ণ করলেন ঋষভ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ছক্কা মেরে ৯৯ থেকে ১০৫ রানে পৌঁছে যান ভারতের সহ-অধিনায়ক। তিনি ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের (Shoaib Bashir) বলে ছক্কা মেরে শতরান করেন। টেস্টে সপ্তম শতরান করলেন ঋষভ।

টেস্ট ক্রিকেটে নতুন নজির ঋষভের

টেস্ট ক্রিকেটে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি শতরান করার নজির গড়লেন ঋষভ। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) টেস্ট ক্রিকেটে ৬টি শতরান করেন। বাংলার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) টেস্ট ক্রিকেটে ৩টি শতরান করেন। এবার ধোনিকে ছাপিয়ে গেলেন ঋষভ। তিনি শনিবার শতরান করার পথে ১০টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। টেস্ট ক্রিকেটে তিনবার ছক্কা মেরে শতরান পূরণ করলেন ঋষভ। তিনবারই তিনি ইংল্যান্ডের স্পিনারদের বলে ওভার-বাউন্ডারি মারেন। বশিরের আগে আদিল রশিদ (Adil Rashid), জো রুটের (Joe Root) বলে ছক্কা মেরে শতরান পূরণ করেছিলেন ঋষভ। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৬ বার টেস্ট ইনিংসে ছক্কা মেরে শতরান পূরণ করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। টেস্টে ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৩ বার ছক্কা মেরে শতরান পূরণ করেন।

১৪৭ রান করে আউট শুবমান

প্রথম দিন ঋষভের সঙ্গে অপরাজিত থাকা শুবমান দ্বিতীয় দিন ১৪৭ রান করে আউট হয়ে গেলেন। তাঁর ২২৭ বলের ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি ও একটি ছক্কা। দুর্দান্ত ব্যাটিং করেও, ১৫০ বা ২০০ রান করার সুযোগ হারালেন ভারতের অধিনায়ক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম