England vs India: জসপ্রীত বুমরার ৩ উইকেট, শতরান করে ইংল্যান্ডকে লড়াইয়ে রাখলেন অলি পোপ

Published : Jun 22, 2025, 12:37 AM ISTUpdated : Jun 22, 2025, 12:46 AM IST
Jasprit Bumrah-Joe Root

সংক্ষিপ্ত

England vs India First Test: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ভারতীয় দল। তবে তৃতীয় দিন বোলারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। না হলে লড়াইয়ে ফিরতে পারে ইংল্যান্ড দল।

India vs England Test Match: হেডিংলি (Headingley) টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে দারুণ জায়গায় ছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় দিনের শেষে লড়াইয়ে ইংল্যান্ড (England vs India)। ম্যাচ কোনদিকে গড়াবে, তা এখনই বলা যাচ্ছে না। প্রথম ইনিংসে ভারতীয় দল ৪৭১ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২০৯। ২৬২ রানে এগিয়ে ভারতীয় দল। কিন্তু ইংল্যান্ডের ব্যাটাররা যেভাবে খেললেন, তাতে প্রথম ইনিংসে এগিয়ে থাকতে হলে তৃতীয় দিন ভারতের বোলারদের অনেক ভালো পারফরম্যান্স দেখাতে হবে। প্রথম দিন তিন সেশনেই ভারতের দাপট দেখা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় দিন প্রথম ঘণ্টার খেলার পর থেকেই পিছিয়ে পড়ল ভারতীয় দল। বাকি সময়ে ইংল্যান্ডের দাপট দেখা গেল। দ্বিতীয় সেশনে অলআউট হয়ে যায় ভারতীয় দল। এরপর দিনের বাকি সময়ে ভালো ব্যাটিং করল ইংল্যান্ড। ফলে ম্যাচে ভারসাম্য রয়েছে।

অলি পোপ বনাম জসপ্রীত বুমরা

প্রথম ইনিংসে যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal), শুবমান গিল (Shubman Gill) ও ঋষভ পন্থের (Rishabh Pant) শতরানের সুবাদে বিশাল স্কোরে পৌঁছে যায় ভারতীয় দল। ইংল্যান্ডের হয়ে পাল্টা শতরান করলেন অলি পোপ (Ollie Pope)। দ্বিতীয় দিনের শেষে ১৩১ বলে ১০০ রান করে অপরাজিত পোপ। ওপেনার বেন ডাকেট (Ben Duckett) ৬২ রান করেছেন। প্রথম ওভারেই ওপেনার জাক ক্রলিকে (Zak Crawley) আউট করে ভারতীয় দলের হয়ে বোলিংয়ের শুরুটা দুর্দান্তভাবে করেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ৪ রান করে আউট হয়ে যান ক্রলি। কিন্তু এরপর ডাকেট ও পোপের জুটিতে ১২২ রান যোগ হয়। জো রুট (Joe Root) করেন ২৮ রান করেন। দিনের শেষে ০ রানে অপরাজিত হ্যারি ব্রুক (Harry Brook)। ৪৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বুমরা।

সিরাজ-কৃষ্ণদের ব্যর্থতা

ইংল্যান্ডের পিচ সাধারণত পেসারদের সাহায্য করে। কিন্তু মেঘলা পরিবেশেও ১৪ ওভার বোলিং করে ৫০ রান দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ১০ ওভার বোলিং করে ৫৬ রান দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। ৩ ওভার বোলিং করে ২৩ রান দিয়েছেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। রবিবার বুমরার পাশাপাশি ভারতের অন্য বোলারদেরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। না হলে সুবিধাজনক জায়গায় থাকবে ইংল্যান্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম