
India vs England Headingley Test Match: ইংল্যান্ডের (England vs India) বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে কি প্রথম ইনিংসে পিছিয়ে পড়বে ভারতীয় দল? সেই আশঙ্কা জোরদার হচ্ছে। হেডিংলি টেস্ট ম্যাচের (Headingley Test Match) তৃতীয় দিন প্রথম সেশনে জোড়া উইকেট পেলেও, ভালোই রান দিয়েছেন ভারতের বোলাররা। এদিন প্রথমে শতরানকারী অলি পোপের (Ollie Pope) উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। এরপর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes) ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। অর্ধশতরান করে ফেলেছেন হ্যারি ব্রুক (Harry Brook)। দ্বিতীয় সেশনের শুরুতেই অবশ্য ফের উইকেট পেয়েছেন কৃষ্ণ। এবার তিনি ফিরিয়ে দিয়েছেন জেমি স্মিথকে (Jamie Smith)। ৫২ বলে ৪০ রান করে ফিরে যান স্মিথ। ৩৪৯ রানে ষষ্ঠ উইকেট হারাল ইংল্যান্ড।
দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ২০৯। রবিবার তৃতীয় দিন ১০৬ রান করে ফিরে যান পোপ। এরপর ২০ রান করে আউট হন স্টোকস। দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হলেন স্মিথ। কিন্তু এখনও চার উইকেট নিতে হবে ভারতের বোলারদের। না হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকতে পারবে না ভারতীয় দল। এই ম্যাচে এখনও আড়াই দিন বাকি। ফলে যে কোনও দল জয় পেতে পারে। প্রথম দিন ভারতীয় দলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, শুবমান গিলরা (Shubman Gill) জয় পেতে পারেন। কিন্তু দ্বিতীয় দিন বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচে ফেরে ইংল্যান্ড। বোলারদের পর ব্যাটাররাও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে প্রথম ইনিংসে ভারতের রানের দিকে এগিয়ে চলেছে ইংল্যান্ড।
ম্যাচে ফিরতে হলে প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও ভারতের ব্যাটারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। না হলে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই হারের আশঙ্কা তৈরি হবে। ফলে শুবমানদের উপর বড় দায়িত্ব থাকছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।