Sourav Ganguly: 'জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করব,' বার্তা সৌরভের

Published : Jun 22, 2025, 03:30 PM ISTUpdated : Jun 22, 2025, 03:37 PM IST
Sourav Ganguly Cape Town Test

সংক্ষিপ্ত

Team India Coaching: ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন। বিসিসিআই (BCCI) সভাপতি হিসেবেও নজর কেড়ে নিয়েছেন। এবার জাতীয় দলের কোচ হতে আগ্রহী সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি নিজেই সে কথা স্পষ্ট করে দিয়েছেন।

Sourav Ganguly on Gautam Gambhir: আইপিএল-এ (IPL) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মেন্টর হিসেবে কাজ করেছেন। এবার জাতীয় দলের প্রধান কোচ হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেশ-বিদেশে সাফল্য পেয়েছেন। বিসিসিআই (BCCI) সভাপতি হিসেবেও উল্লেখযোগ্য কাজ করেছেন। এবার নিজেকে অন্য ভূমিকায় দেখতে চাইছেন বাংলার মহারাজ। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘আমি বিভিন্ন ভূমিকা পালন করেছি। খেলা ছাড়ার পর আমি সিএবি (CAB) সভাপতি হই। তারপর বোর্ড সভাপতি হই। আমি কখনও কোচিং করার সময়ই পাইনি। তবে ভবিষ্যতে কী হবে দেখা যাক। আমার বয়স এখন সবে ৫০ বছর। আমি কোচিংয়ের প্রস্তাব পেলে তা গ্রহণ করতে তৈরি। আমাদের দেখতে হবে কী হয়।’

গৌতম গম্ভীরের প্রশংসায় সৌরভ

ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রশংসা করেছেন সৌরভ। জাতীয় দলের প্রাক্তন সতীর্থ সম্পর্কে তিনি বলেছেন, ‘ও ভালো কাজ করছে। ও একটু মন্থর গতিতে শুরু করেছিল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। তবে চ্যাম্পিয়স ট্রফির (ICC Champions Trophy 2025) সময় থেকে ও উন্নতি করেছে। এবার ইংল্যান্ডের (England vs India) বিরুদ্ধে সিরিজ ওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ও অত্যন্ত আবেগপ্রবণ। ও অত্যন্ত সোজাসাপটা। ও সবকিছুই গ্রহণ করতে তৈরি। ও মানুষ, দল, খেলোয়াড়দের কথা বলে। বাইরে থেকে দেখে মনে হয়, ও অত্যন্ত সোজাসাপটা ব্যক্তি। ওকে দেখে যেমন মনে হয়, ও ঠিক সেরকম। আমি ওকে শুভেচ্ছা জানাচ্ছি। সবার মতো ও শিখবে এবং উন্নতি করবে।’

গম্ভীরের আচরণে খুশি সৌরভ

জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলেছেন সৌরভ ও গম্ভীর। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘আমি ওকে কোচ হিসেবে কাছ থেকে সেভাবে দেখিনি। তবে ও অত্যন্ত আবেগপ্রবণ। আমি কখনও ওর সঙ্গে কাজ করিনি বলে ওর কৌশল জানি না। আমি ওর সঙ্গে খেলেছি। আমরা যখন একসঙ্গে খেলেছি, তখন ও অসাধারণ ব্যক্তি ছিল। ও আমাকে এবং অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধাশীল ছিল।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম