Shubman Gill: 'একদিকে মহম্মদ অন্যদিকে কৃষ্ণ', ভাইরাল স্টাম্প মাইকে শুবমানের মন্তব্য

Published : Jun 24, 2025, 09:12 PM ISTUpdated : Jun 24, 2025, 09:53 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

England vs India: খেলার মাঠে প্রকৃত সাম্য দেখা যায়। ধর্ম-বর্ণ-জাত নির্বিশেষে খেলোয়াড়রা কাঁধে কাঁধ মিলিয়ে দলকে জেতানোর লক্ষ্যে লড়াই করেন। হেডিংলিতে (Headingley) ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচেও এই দৃশ্য দেখা যাচ্ছে।

Shubman Gill Viral Video: 'একদিকে আছে মহম্মদ, অন্যদিকে কৃষ্ণ। দু'জনেই দুর্দান্ত বোলিং করছেন।' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতের অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) মন্তব্য। মঙ্গলবার হেডিংলিতে (Headingley) ভারত-ইংল্যান্ড সিরিজের (England vs India) প্রথম টেস্ট ম্যাচের পঞ্চম দিন স্টাম্প মাইকে শুবমানকে এ কথা বলতে শোনা যায়। সেই সময় বোলিং করছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। দুই বোলারই ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলেন। তবে ৩৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে সেই সময় ভালো ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট (Ben Duckett) ও জাক ক্রলি (Zak Crawley)। নিজের দলের দুই বোলারকে উৎসাহিত করে তোলার লক্ষ্যেই মহম্মদ ও কৃষ্ণর কথা উল্লেখ করেন শুবমান। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আরাধ্য দেবতা কৃষ্ণ। মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহম্মদ। এখন সারা ভারতের সব ধর্মের ক্রিকেটপ্রেমীরা এক হয়ে এই দুই বোলারের ভালো পারফরম্যান্সের জন্য প্রার্থনা করছেন।

তৃতীয় সেশনে ১০২ রান দরকার ইংল্যান্ডের

হেডিংলি টেস্টের পঞ্চম দিন দ্বিতীয় সেশনের পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৬৯। জয়ের জন্য ১০২ রান দরকার ইংল্যান্ডের। জয়ের জন্য ৬ উইকেট দরকার ভারতীয় দলের। তবে আপাতত জয়ের বদলে ম্যাচ বাঁচানোর কথাই ভাবছে ভারতীয় দল। যদিও এখনও ৩৭ ওভার বাকি। ফলে ভারতের বোলাররা যদি উইকেট নিতে না পারেন, তাহলে জয় পেতে পারে ইংল্যান্ড। ফলে প্রচণ্ড চাপে পড়ে গিয়েছেন ভারতের বোলাররা।

 

 

হেডিংলিতে নতুন নজির গড়বে ইংল্যান্ড?

হেডিংলি টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের টার্গেট ৩৭১। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল বিনা উইকেটে ২১। মঙ্গলবার পঞ্চম দিন জয়ের জন্য ৩৫০ দরকার ছিল ইংল্যান্ডের। ২০১৯ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫৯ রান তাড়া করে জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই ইনিংসে ১৩৫ রান করে অপরাজিত ছিলেন বেন স্টোকস (Ben Stokes)। হেডিংলিতে টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার দখলে। ১৯৪৮ সালে ৪০৪ রান তাড়া করে জয় পেয়েছিল ডন ব্র্যাডম্যানের (Don Bradman) নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এবার নতুন নজির গড়ার লক্ষ্যে ইংল্যান্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম