Karun Nair: ৩০০৬ দিন পর টেস্টে প্রত্যাবর্তন, হেডিংলিতে নতুন নজির করুণ নায়ারের

Published : Jun 20, 2025, 04:34 PM ISTUpdated : Jun 20, 2025, 04:59 PM IST
Karun Nair

সংক্ষিপ্ত

Karun Nair comeback: টেস্ট ক্রিকেটে ত্রিশতরান করার পরেও ছন্দ হারিয়ে জাতীয় দল থেকে বাদ পড়েন করুণ নায়ার। তবে হাল ছাড়েননি এই ব্যাটার। তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন।

Karun Nair Test Cricket Comeback: ২০১৭ সালের ২৫ মে-র পর ২০২৫ সালের ২০ জুন। মাঝে কেটে গিয়েছে ৩০০৬ দিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটালেন করুণ নায়ার (Karun Nair)। শুক্রবার হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের (England vs India) প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলে আছেন করুণ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন এই অভিজ্ঞ ব্যাটার। তিনি হেডিংলিতে ৬ নম্বরে ব্যাটিং করবেন। ২০২৩ ও ২০২৪ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন করুণ। তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা এবার টেস্ট ক্রিকেটে কাজে লাগাতে পারবেন বলে আশায় করুণ। তাঁর উপর ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

টেস্টে অভিষেক সাই সুদর্শনের

টেস্টে করুণের প্রত্যাবর্তনের দিনই অভিষেক হল সাই সুদর্শনের (B Sai Sudharsan)। আইপিএল-এ গুজরাট টাইটানসের (Gujarat Titans) হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সাই সুদর্শন। এই কারণেই তাঁকে টেস্টে খেলার সুযোগ দেওয়া হল। টেস্টে ভারতীয় দলের নতুন অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) সঙ্গে গুজরাট টাইটানসের হয়ে খেলেছেন সাই সুদর্শন। তিনি এবার টেস্টেও ভালো পারফরম্যান্স দেখাতে চান। শুবমান জানিয়েছেন, হেডিংলিতে তিন নম্বরে ব্যাটিং করবেন সাই সুদর্শন। ২৯ বছর আগে ইংল্যান্ড সফরে অভিষেক টেস্টে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে শতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবার সাই সুদর্শনের কাছ থেকেও একইরকম পারফরম্যান্সের আশায় ভারতীয় দল।

অবিশ্বাস্য প্রত্যাবর্তন করুণের

২০২২ সালে কর্ণাটক রাজ্য দল থেকে বাদ পড়েন করুণ। সেই সময় অনেকেই মনে করেছিলেন, এই ব্যাটারের পেশাদার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গেল। কিন্তু ভেঙে না পড়ে ফের সুযোগ চেয়েছিলেন করুণ। সেই সুযোগ পেয়ে তিনি ভালোভাবেই কাজে লাগান। ঘরোয়া ক্রিকেট ও কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স দেখানোর পর জাতীয় দলে ফিরলেন করুণ। তিনি টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনে ভালো ব্যাটিং করতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত