England vs India: দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাটিং রাহুলের, ইংল্যান্ডের চেয়ে ৯৬ রানে এগিয়ে ভারত

Published : Jun 22, 2025, 11:09 PM ISTUpdated : Jun 22, 2025, 11:19 PM IST
KL Rahul. (Photo- @BCCI X)

সংক্ষিপ্ত

Headingley Test Match: ভারত-ইংল্যান্ড সিরিজের (England vs India) প্রথম টেস্ট ম্যাচের ফল হতে চলেছে। এই ম্যাচের দুই দিন বাকি। ভারতীয় দল এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে পারে। তবে তার জন্য বোলারদের ভালো পারফরম্যান্স জরুরি।

India vs England Test Match: ইংল্যান্ড সফরে (India tour of England, 2025) প্রথম টেস্ট ম্যাচেই কি জয় পাবে ভারতীয় দল? সবকিছু নির্ভর করছে সোমবার প্রথম সেশনের ফলের উপর। রবিবার তৃতীয় দিনের শেষে অপরাজিত থাকা দুই ব্যাটার কে এল রাহুল (KL Rahul) ও শুবমান গিল (Shubman Gill) চতুর্থ দিন সকালে ভালো ব্যাটিং করতে পারলে ভালো জায়গায় পৌঁছে যাবে ভারতীয় দল। এই ম্যাচে এখনও ৬ সেশনের খেলা বাকি। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯০ রান করেছে ভারতীয় দল। প্রথম ইনিংসে ৬ রানে এগিয়ে থাকার সুবাদে এখন শুবমানরা ইংল্যান্ডের চেয়ে ৯৬ রানে এগিয়ে। ম্যাচ জিততে হলে আরও অন্তত ২০০ থেকে ২৫০ রান করতে হবে। রাহুল প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাটিং করছেন। শুবমান ফের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারলে জয়ের আশা উজ্জ্বল হয়ে উঠবে।

টেস্টে প্রথম রান সাই সুদর্শনের

হেডিংলিতে (Headingley) প্রথম ইনিংসে শতরান করলেও, দ্বিতীয় ইনিংসে ১১ বল খেলে ৪ রান করেই আউট হয়ে যান যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। অভিষেক টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ৪ বল খেলে রান করার আগেই আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৮ বল খেলে ৩০ রান করলেন সাই সুদর্শন (Sai Sudharsan)। তিনি ৪টি বাউন্ডারি মারেন। দিনের শেষে ৭৫ বলে ৪৭ রান করে অপরাজিত রাহুল। ১০ বল খেলে ৬ রান করে অপরাজিত ভারতের অধিনায়ক শুবমান। চতুর্থ দিন দলের রান বাড়ানোর জন্য এই দুই ব্যাটারের দিকে তাকিয়ে ভারতীয় শিবির।

রান পাবেন করুণ নায়ার?

৮ বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনে প্রথম ইনিংসে ৪ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান করুণ নায়ার (Karun Nair)। দ্বিতীয় ইনিংসে তাঁকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। প্রথম ইনিংসে শতরান করা ঋষভ পন্থকেও (Rishabh Pant) ফের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। প্রথম ইনিংসে ভারতীয় দলের লোয়ার অর্ডার ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় ইনিংসে দরকার হলে লোয়ার অর্ডারকে রান করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল