Headingley Test Match: 'নো-বল, ক্যাচ ফস্কানো হতাশাজনক,' বার্তা ভারতের ব্যাটিং কোচের

Published : Jun 22, 2025, 12:35 PM ISTUpdated : Jun 22, 2025, 12:56 PM IST
Jasprit Bumrah and bowling coach Morne Morkel (Photo: BCCI)

সংক্ষিপ্ত

England vs India: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখালেও, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ছাড়া অন্য কোনও বোলার ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে কিছুটা চাপে ভারতীয় দল।

India vs England First Test Match: হেডিংলি টেস্ট ম্যাচের (Headingley Test Match) দ্বিতীয় দিন ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে একেবারেই খুশি নয় টিম ম্যানেজমেন্ট। শনিবার ব্যাটিংও খুব একটা ভালো হয়নি। মিডল অর্ডার ও লোয়ার-মিডল অর্ডারের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এরপর জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ছাড়া অন্য কোনও বোলার সাফল্য পাননি। নো-বল, ক্যাচ ফস্কানো, মিসফিল্ডিংয়ের জন্য কিছুটা সুবিধা পেয়ে গিয়েছেন ইংরেজ ব্যাটাররা। বোলার ও ফিল্ডারদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Shitanshu Kotak)। তিনি স্বীকার করেছেন, ক্যাচ ফস্কানো এবং মিসফিল্ডিংয়ের জন্য কিছুটা পিছিয়ে পড়েছে ভারতীয় দল। হেডিংলিতে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় দলের ব্যাটিং কোচ বলেছেন, ‘ক্যাচ ফস্কানো এবং নো-বল অবশ্যই হতাশাজনক। আমরা সাধারণত ভালো ফিল্ডিংই করি। কিন্তু সাপোর্ট স্টাফ ও দল হিসেবে আমাদের মনে হচ্ছে, এই দিন দুর্ভাগ্যজনক ছিল। আমাদের ফিল্ডিংয়ের রীতি এরকম নয়। আমরা কিছু খারাপ সময় বাদ দিয়ে ভালো বোলিংই করেছি। উইকেট থেকে বোলাররা কিছুটা সাহায্য পাচ্ছে। আমরা এই সুবিধা কাজে লাগানোর চেষ্টা করছি।’

বেন ডাকেটের ক্যাচ ফস্কালেন রবীন্দ্র জাডেজা

শনিবার বোলিংয়ের শুরুটা দুর্দান্তভাবে করেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনি প্রথম ওভারেই জাক ক্রলিকে (Zak Crawley) ফিরিয়ে দেন। কিন্তু এরপরেই ক্যাচ ফস্কানো ও মিসফিল্ডিং শুরু হয়। বেন ডাকেটের (Ben Duckett) ক্যাচ ফস্কান ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে পরিচিত রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। সেই সময় ১৫ রানে ব্যাটিং করছিলেন ডাকেট। ক্যাচ ফস্কানোর সুযোগ নিয়ে তিনি ৯৪ বলে ৬২ রান করেন। অলি পোপের (Ollie Pope) সঙ্গে জুটিতে ১২২ রান যোগ করেন ডাকেট। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২০৯। ক্যাচ ফস্কানো ও মিসফিল্ডিং না হলে ভারতীয় দল আরও উইকেট পেতে পারত।

প্রথম ইনিংসে এগিয়ে থাকতে পারবে ভারতীয় দল?

প্রথম ইনিংসে ভারতীয় দল ৪৭১ রান করেছে। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২০৯। ভারতীয় দল ২৬২ রানে এগিয়ে। প্রথম ইনিংসে এগিয়ে থাকতে হলে রবিবার দ্রুত ইংল্যান্ডের বাকি ৭ উইকেট তুলে নিতে হবে ভারতের বোলারদের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত