
Lord's Test Match Day 2: পরপর দু'বলে জো রুট (Joe Root) ও ক্রিস ওকসকে (Chris Woakes) আউট করে আশা জাগিয়েছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ২৭১ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড (England vs India)। কিন্তু সেই সুবিধা ধরে রাখতে পারল না ভারতীয় দল। লর্ডস টেস্ট (Lord's Test) ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশনের পর ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৩৫৩। ৫৩ বলে ৫১ রান করে অপরাজিত জেমি স্মিথ (Jamie Smith)। ৬২ বলে ৩৩ রান করে অপরাজিত ব্রাউডন কার্স (Brydon Carse)। এখনও পর্যন্ত ২৪ ওভার বোলিং করে ৪ মেডেন-সহ ৬৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বুমরা। তিনিই ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা।
লর্ডস টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ২৫১। শুক্রবার দ্বিতীয় দিন খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes) ফিরিয়ে দেন বুমরা। ১১০ বল খেলে ৪৪ রান করেন স্টোকস। এরপর রুটকে ফিরিয়ে দেন বুমরা। ১৯৯ বল খেলে ১০৪ রান করে আউট হয়ে যান রুট। তিনি আউট হয়ে যাওয়ার পরের বলেই আউট হয়ে যান ওকস। কিন্তু এরপর প্রথম সেশনে আর উইকেট পায়নি ভারতীয় দল।
চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের ব্যাটাররা। বিশেষ করে অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) অসাধারণ ব্যাটিং করছেন। তিনি এখনও পর্যন্ত চার ইনিংসের মধ্যে তিন ইনিংসেই ১০০-এর বেশি রান করেছেন। গত ম্যাচে প্রথম ইনিংসে দ্বিশতরান করার পর দ্বিতীয় ইনিংসে শতরান করেন শুবমান। লর্ডস টেস্টেও অধিনায়কই ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা। ইংল্যান্ড দল বড় স্কোর করছে। ভারতীয় দলকে লড়াইয়ে থাকতে হলে বড় স্কোর করতে হবে। সেক্ষেত্রে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটারদের বড় ভূমিকা পালন করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।