
England vs India Lord's Test Match: এক সেশনে চার উইকেট। লর্ডস টেস্ট ম্যাচের (Lord's Test Match) চতুর্থ দিন প্রথম সেশনে কামাল করে দিলেন ভারতের বোলাররা। সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ৭ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ১১ রান দিয়ে ২ উইকেট নিলেন এই পেসার। ৫ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ৫ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আকাশ দীপ (Akash Deep)। প্রথম সেশনের পর অপরাজিত ৪০ বল খেলে ১৭ রান করে অপরাজিত জো রুট (Joe Root)। ১৩ বল খেলে ২ রান করে অপরাজিত ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৯৮।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৮৭ রানে অলআউট হয়ে যায়। এরপর ভারতীয় দলও ৩৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে দ্বিতীয় ইনিংসের লড়াই জমে গিয়েছে। শনিবার ম্যাচের তৃতীয় দিন মাত্র ১ ওভার ব্যাটিং করেছিল ইংল্যান্ড। রবিবার চতুর্থ দিন প্রথম সেশনে ২৪ ওভার ব্যাটিং করে ৪ উইকেট খুইয়ে বসল তারা। ষষ্ঠ ওভারে ওপেনার বেন ডাকেটকে (Ben Duckett) ফিরিয়ে দেন সিরাজ। ১২ বল খেলে ১২ রান করে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) হাতে ধরা পড়েন ডাকেট। এরপর সিরাজের দ্বিতীয় শিকার হন অলি পোপ (Ollie Pope)। জাক ক্রলিকে (Zak Crawley) ফিরিয়ে দেন নীতীশ। অসাধারণ ক্যাচ নেন যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। উইকেটে জমে যাওয়ার আগেই হ্যারি ব্রুককে (Harry Brook) ফিরিয়ে দেন আকাশ দীপ। ১৯ বল খেলে ২৩ রান করে বোল্ড হয়ে যান ব্রুক।
লর্ডসের পিচে অসমান বাউন্স দেখা যাচ্ছে। এই পিচে ব্যাটিং করা একেবারেই সহজ নয়। দ্বিতীয় সেশনে যদি বুমরা বিপজ্জনক হয়ে উঠতে পারেন, তাহলে ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে দিতে পারে ভারতীয় দল। সেক্ষেত্রে জয়ের দিকে এগিয়ে যাবে ভারত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।