
England vs India Third Test Match: হেডিংলিতে (Headingley) বোলারদের ব্যর্থতায় হারতে হয়েছিল। এজবাস্টনে (Edgbaston) জয় এসেছে। ফলে লর্ডসে (Lord’s) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের মনোবল তুঙ্গে। সিরিজে সমতা ফেরানোর পর এবার এগিয়ে যাওয়াই ভারতীয় দলের লক্ষ্য। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) বিশ্রামে থাকলেও, আকাশ দীপ (Akash Deep) যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে বোলিং নিয়ে চিন্তা দূর হয়ে গিয়েছে। লর্ডসে বুমরা, আকাশ দীপ ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj) একসঙ্গে খেললে ইংল্যান্ডের ব্যাটারদের উপর প্রবল চাপ তৈরি হতে পারে। এই সিরিজে এখনও পর্যন্ত স্পিনারদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে দেখা যায়নি। ফলে লর্ডসেও স্পিনারদের উপরেই ভরসা করতে হচ্ছে ভারতীয় দলকে।
এজবাস্টন টেস্টের শেষ দিন বৃষ্টির জন্য দেরিতে শুরু হয়েছিল খেলা। তবে লর্ডস টেস্ট ম্যাচ চলাকালীন তেমন কোনও আশঙ্কা নেই। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন লন্ডনের আকাশ পরিষ্কার থাকবে। রোদের দেখা পাওয়া যাবে। হাল্কা বাতাস বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ফলে ভালোভাবেই খেলা হবে বলে আশা করা হচ্ছে। তবে লন্ডনের আবহাওয়া নিয়ে পূর্বাভাস দেওয়া কঠিন। যে কোনও মুহূর্তে আবহাওয়া বদলে যেতে পারে।
এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে ১,০১৪ রান করেছিল ভারতীয় দল। তার আগে হেডিংলিতেও প্রচুর রান হয়েছিল। এবার লর্ডসেও বিশাল স্কোর দেখার অপেক্ষায় দর্শকরা। তবে লর্ডসের পিচ রিপোর্ট বলছে, অসমান বাউন্সের কারণে ব্যাটারদের সমস্যা হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (ICC World Test Championship Final) সেটাই দেখা গিয়েছে। অনেক বল সরাসরি উইকেটকিপার বা স্লিপে থাকা ফিল্ডারদের কাছে পৌঁছচ্ছে না। ফলে তাঁদেরও সমস্যায় পড়তে হচ্ছে। এই সিরিজে ভারতীয় দলের ফিল্ডিং মোটেই ভালো হয়নি। বিশেষ করে হেডিংলিতে একাধিক ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হয়েছে। লর্ডসেও ক্যাচ পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।