Rohit Sharma Cricket Academy: দুবাইতে বন্ধ হয়ে গেল রোহিত শর্মার ক্রিকেট অ্যাকাডেমি?

Published : Jul 09, 2025, 08:48 PM IST
Rohit Sharma Cricket Academy: দুবাইতে বন্ধ হয়ে গেল রোহিত শর্মার ক্রিকেট অ্যাকাডেমি?

সংক্ষিপ্ত

Rohit Sharma Cricket Academy: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ক্রিকেট অ্যাকাডেমিটি বন্ধ হয়ে গেল দুবাইতে। আগে থেকে কোনওরকম ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যাওয়ায় অভিভাবকরা অভিযোগ তুলছেন। 

Rohit Sharma Cricket Academy: দুবাইতে রোহিত শর্মার ক্রিকেট অ্যাকাডেমিটি কোনওরকম ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে গেছে। আর তারপরেই অভিভাবকরা অভিযোগ তুলতে শুরু করেছেন। ঠিক একবছর আগে দুবাইতে শুরু হওয়া এই অ্যাকাডেমিটি গত মে মাসের শেষের দিকে বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, গত ২০২৪ সালের ২৪শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অ্যাকাডেমিটি অব্যবস্থাপনার জেরেই বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। শুধু তাই নয়, কর্মীদের বেতন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

দুবাইয়ের গ্রাসপোর্ট স্পোর্টস একাডেমি রোহিত শর্মার অ্যাকাডেমির সঙ্গে যৌথভাবে ক্রিকেট অ্যাকাডেমির কার্যক্রম পরিচালনা করত। ক্রিকেটের উদীয়মান প্রতিভাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে শুরু হওয়া এই অ্যাকাডেমিতে প্রায় ৩৫ জন প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে জানা গেছে। এমনিতেই রোহিত শর্মার অ্যাকাডেমি হওয়ার ফলে, অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছিল।

তবে গত এপ্রিল মাস থেকেই এটির কার্যক্রম ব্যাহত হতে শুরু করে এবং একাধিক প্রশিক্ষণ সেশন বাতিলও করে দেওয়া হয় বলে অভিভাবকরা জানিয়েছেন। এরপর ২৮শে মে সকালে অভিভাবকদের কাছে খবর আসে যে, অ্যাকাডেমিটি বন্ধ হয়ে যাচ্ছে এবং ফি ফেরত দেওয়া হবে বলে একটি মেসেজ পাঠানো হয় বলে খালিজ টাইমস জানিয়েছে। তবে বহু অভিভাবকই অভিযোগ করছেন, টাকা ফেরতের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। 

অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দিতে আসা অনেক প্রশিক্ষক গত বছরের ডিসেম্বর মাস থেকে বেতন পাননি বলেও খবরে প্রকাশ। ফলে, তাদের অনেকেরই বাড়ি ভাড়া দেওয়ার মতোও অবস্থা ছিল না। এই প্রসঙ্গে রোহিত শর্মা অবশ্য এখনও কোনওরকম মন্তব্য করেননি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা বর্তমানে শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলছেন ভারতের হয়ে। আইপিএল-এর পর থেকে রোহিত এখনও কোনও ম্যাচ খেলেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে