
IPL 2025 Final Royal Challengers Bengaluru vs Punjab Kings: এবারের আইপিএল ফাইনালে (IPL 2025 final) একাধিক ইতিহাস তৈরি হয়েছে। আইপিএল-এর ১৮--তম মরসুমে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে দিয়েছেন বিরাট কোহলিরা (Virat Kohli)। আরসিবি ম্যানেজমেন্ট, খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ ও সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। আরসিবি-র এই জয় সমর্থকদের উচ্ছ্বসিত করে তুলেছে। বিশ্বজুড়ে টেলিভিশন এবং ডিজিট্যাল প্ল্যাটফর্মে এবারের আইপিএল ফাইনাল দেখা হয়েছে ৩১.৭ বিলিয়ন মিনিট। এবারের আইপিএল-এর সরকারি সম্প্রচারকারী সংস্থা এবং ডিজিট্যাল পার্টনার জিওস্টারের পক্ষ থেকে এই পরিসংখ্যানের কথা জানানো হয়েছে। জিওস্টারের সিইও-স্পোর্টস অ্যান্ড লাইভ এক্সপিরিয়েন্সেস সংযোগ গুপ্তা জানিয়েছেন, ‘দর্শকের অবিশ্বাস্য সংখ্যা আমাদের বিশ্বাস আরও জোরদার করেছে। আমরা দর্শকদের প্রতি দায়বদ্ধ। টাটা আইপিএল-এর মতো উন্নত সম্পত্তিরও বর্ধিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘আমরা বিসিসিআই (BCCI) ও সঙ্গীদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের সমর্থন অত্যন্ত জরুরি। তাঁদের সমর্থনের মাধ্যমেই আমরা ক্রমাগত উন্নতি করে চলেছি। আমাদের প্ল্যাটফর্মগুলিতে নতুন অভিজ্ঞতা উপহার দিতে চাই।’
টেলিভিশনে এবারের আইপিএল সম্প্রচার করা হয় স্টার স্পোর্টসে। ফাইনাল ম্যাচ দেখা হয়েছে ১৫ বিলিয়ন মিনিট। মোট ১৬৯ মিলিয়ন দর্শক আইপিএল ফাইনাল দেখেছেন। ডিজিট্যাল প্ল্যাটফর্ম জিও হটস্টারে আইপিএল ফাইনালে মোট ৮৯২ মিলিয়ন দর্শক ছিল। একসঙ্গে সর্বাধিক দর্শক ছিলেন ৫৫ মিলিয়ন। মোট ১৬.৭৪ বিলিয়ন মিনিট আইপিএল ফাইনাল দেখা হয়েছে। ক্রিকেটের ইতিহাসে ডিজিট্যাল প্ল্যাটফর্মে এই ম্যাচেই সবচেয়ে বেশি দর্শক ছিলেন।
ফাইনালের আগেই দর্শক সংখ্যার হিসেবে নতুন রেকর্ড গড়ে আইপিএল। টেলিভিশন ও ডিজিট্যাল প্ল্যাটফর্মে ১০০ কোটিরও বেশি দর্শক এবারের আইপিএল দেখেছেন। মোট ৮৪০ বিলিয়ন মিনিট দেখা হয়েছে। আইপিএল-এর ১৮-তম মরসুমেই সবচেয়ে বেশি দর্শক ছিলেন। ফলে এবারের আইপিএল নতুন রেকর্ড গড়ল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।