ইউরোপে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ, যুগ্ম কর্ণধার হিসেবে বিনিয়োগ অভিষেক বচ্চনের

Published : Jan 06, 2025, 10:47 PM ISTUpdated : Jan 06, 2025, 11:00 PM IST
image of Abhishek Bachchan

সংক্ষিপ্ত

বলিউডে খুব বেশি সাফল্য না পেলেও, বিভিন্ন খেলার ফ্র্যাঞ্চাইজি লিগে বিনিয়োগ করে সাফল্য পেয়েছেন অভিষেক বচ্চন। ফুটবলের পর ক্রিকেটেও বিনিয়োগ করলেন এই অভিনেতা।

ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়িন এফসি-র কর্ণধার অভিষেক বচ্চন এবার ক্রিকেট লিগেও অর্থ বিনিয়োগ করছেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নয়। ইউরোপের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে অন্যতম কর্ণধার হিসেবে বিনিয়োগ করছেন অভিষেক। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে গঠিত বেসরকারি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজ প্রতিযোগিতা ইউরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত হলেন অভিষেক। আইসিসি-র অনুমোদন পেয়েছে ইউরোপের এই নতুন টি-২০ লিগ। এ বছরের ১৫ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত চলবে এই টি-২০ লিগ। বিভিন্ন দেশের ক্রিকেটাররা এই লিগের সঙ্গে যুক্ত হবেন বলে আশায় আয়োজকরা। অভিষেক এই লিগের সঙ্গে যুক্ত হওয়ায় ভারতেও আগ্রহ তৈরি হতে পারে।

ইউরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগ নিয়ে আশাবাদী অভিষেক

এই লিগ সম্পর্কে অভিষেক বলেছেন, ‘ক্রিকেট শুধু একটা খেলা নয়। এটা মানুষকে এক করার মত একটা শক্তি যা সমস্ত দেশের সীমা ছাড়িয়ে যায়। ইটিপিএল ক্রিকেটের ক্রমবর্ধমান আন্তর্জাতিক আবেদন তুলে ধরার আদর্শ মঞ্চ। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ায় এর জনপ্রিয়তা আরও বিপুল হবে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড আর নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডগুলোর এই অনন্য যৌথ উদ্যোগ নিয়ে আমি উত্তেজিত এবং বাধিত। আমি আইসিসি আর এই তিন বোর্ডের কাছে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যে একান্ত কৃতজ্ঞ এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের টিম এই প্রতিযোগিতাকে বাস্তবায়িত করবে। আমি সমস্ত অংশীদারের সঙ্গে একনিষ্ঠভাবে কাজ করব, যাতে ইটিপিএল দারুণ সফল হয়, ইউরোপ জুড়ে কয়েক লক্ষ মানুষকে কাছাকাছি নিয়ে আসা যায়। এ তো সবে শুরু। এখন সময় আস্তিন গুটিয়ে খেলাগুলো শুরু করে দেওয়ার।’

ইউরোপে টি-২০ লিগের অন্যতম রূপকার এক বাঙালি

এই লিগের ডিরেক্টর বঙ্গসন্তান সৌরভ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ দর্শকসংখ্যাসম্পন্ন খেলা ক্রিকেট ইউরোপে তাৎপর্যপূর্ণ গতি লাভ করছে। আইসিসি-র ১০৮ সদস্য দেশের মধ্যে ৩৪টিই এই অঞ্চলের। তাই আমাদের লক্ষ্য এখানে ক্রিকেটকে একটা বড়সড় খেলা করে তোলা, এমন একটা উত্তরাধিকার তৈরি করা যাতে খেলোয়াড়রা, ভক্তরা এবং অংশীদাররা সগর্বে আনন্দ করতে পারেন। এটা ক্রিকেট আয়ারল্যান্ড না থাকলে সম্ভব হত না। তারা গত এক বছর ধরে এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্যে আমাদের সঙ্গে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। আমরা অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্যেও উদগ্রীব। কারণ খেলাধুলোর প্রতি তাঁর দায়বদ্ধতা এবং সক্রিয় যোগাযোগ সত্যিই প্রেরণাদায়ক।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

যাঁর নামে ট্রফি তাঁকেই পুরস্কার দেওয়ার সময় ডাকা হল না! সিরিজ জিতে ফের অসভ্যতা অস্ট্রেলিয়ার

প্রথমবার ভারতকে ছাড়া হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সন্ধিক্ষণের মুখে ভারতীয় ক্রিকেট

ভালো শুরু করেও কোথায় সমস্যা হল? বর্ডার-গাভাসকর ট্রফি কেন হারাতে হল রোহিতদের?

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?