সংক্ষিপ্ত
গত বছর ভারতের টি-২০ দলে ব্যাপক পরিবর্তন দেখা গিয়েছে। এবার নতুন বছরের শুরুতেই টেস্ট দলেও একাধিক রদবদল দেখা যেতে পারে। সে কথা স্পষ্ট করে দিয়েছেন গৌতম গম্ভীর।
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-৩ হারের পরেই আশঙ্কা তৈরি হয়েছিল। অস্ট্রেলিয়া সফরের শুরুটা দারুণভাবে হলেও, শেষরক্ষা হল না। প্রথমবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারল না ভারতীয় দল। ২০২১ ও ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছিল ভারত। প্রথমবার অস্ট্রেলিয়া এবং গতবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে টেস্ট শিরোপা জয়ের সুযোগ হারান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। গত বছর ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আইসিসি টুর্নামেন্টে খরা কাটিয়েছে। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ভারতীয় দল বৃত্ত সম্পূর্ণ করবে বলে আশা তৈরি হয়েছিল। কিন্তু এবার ফাইনালেই পৌঁছতে পারল না ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারলে ফের ফাইনালের যোগ্যতা অর্জন করার সুযোগ থাকত। কিন্তু এক দশক পর বর্ডার-গাভাসকর ট্রফি জিতে নিল অস্ট্রেলিয়া। সিরিজের ফল ৩-১।
ফাইনালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াই
টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের সামনে অস্ট্রেলিয়া। অন্যদিকে, গত বছর টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে হারের পর এবার টেস্টে সেরার মুকুট ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা। তবে পরিসংখ্যান বলছে, চাপের মুখে ভেঙে পড়া দক্ষিণ আফ্রিকার অভ্যাস। সেই ধারা বজায় থাকলে ফের টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে চলেছে অস্ট্রেলিয়া। এ বছরের জুনে লর্ডসে ফাইনাল। তার আগে আরও একটি টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের মাধ্যমেই ফাইনালের প্রস্তুতি সেরে নেবেন প্যাট কামিন্সরা। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনাল খেলার অভিজ্ঞতায় এগিয়ে অস্ট্রেলিয়া।
শেষদিকে পথ হারাল ভারত
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালোভাবে করেছিল ভারত। দীর্ঘদিন পয়েন্ট তালিকার শীর্ষে ছিলেন রোহিতরা। কিন্তু শেষদিকে খেই হারিয়ে ফেলল ভারতীয় দল। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অপ্রত্যাশিতভাবে হেরে যায় ভারত। সেই সিরিজ হারই অশনি সঙ্কেত ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বড় ব্যবধানে জয় দরকার ছিল। পারথে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পায় জসপ্রীত বুমরার নেতৃত্বাধীন ভারতীয় দল। এরপর দলে যোগ দেন নিয়মিত অধিনায়ক রোহিত। তাঁর নেতৃত্বে কোনও ম্যাচেই জয় পায়নি ভারতীয় দল। সিডনিতে সিরিজের শেষ ম্যাচে খেলেননি রোহিত। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেন বুমরা। কিন্তু চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি এই পেসার। এই ম্যাচেও হেরে গেল ভারতীয় দল। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ৯ ম্যাচ জিতেছে, ৮ ম্যাচে হেরেছে এবং ২ ম্যাচ ড্র হয়েছে।
শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত?
সিডনি টেস্ট শুরু হওয়ার আগের দিন সাংবাদিক বৈঠকে একাই ছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তখনই বোঝা গিয়েছিল, এই ম্যাচে খেলছেন না অধিনায়ক রোহিত। ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা চলছে, রোহিত হয়তো মেলবোর্নেই তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। গম্ভীর বলেছেন, ভারতের টেস্ট দলে বদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রোহিত, বিরাটের মতো সিনিয়র ক্রিকেটারদের ছেঁটে ফেলা হবে কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি ভারতের প্রধান কোচ। কিন্তু তিনি সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। বিসিসিআই সূত্রে খবর, রোহিতকে হয়তো আর কোনও ফর্ম্যাটেই খেলার সুযোগ দেওয়া হবে না। আগামী মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁকে না-ও রাখা হতে পারে। এই টুর্নামেন্টে ভারতীয় দলের নেতৃত্বে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া। টি-২০ ফর্ম্যাট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত। এবার টেস্ট, ওডিআই ফর্ম্যাট থেকেও বাদ পড়লে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
সিডনি টেস্টে আড়াই দিনে লজ্জার হার, এক দশক পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নেতৃত্বে কে থাকবেন? দলে থাকবেন রোহিত?
ভারতীয় দলের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন? এবার অবসরে রোহিত শর্মা?