Kuldeep Yadav: পাক ম্যাচে অন্যতম সেরা স্পিনার, তাহলে তিনিই কি ভারতের নতুন 'ডেথ বোলার'?

Subhankar Das   | AFP
Published : Feb 24, 2025, 11:04 PM IST
IND vs PAK

সংক্ষিপ্ত

পাকিস্তান ম্যাচে ভারতের অন্যতম সফল বোলার তিনিই (INDIA vs PAKISTAN)। 

এইরকম হাইভোল্টেজ ম্যাচে তিনটি উইকেটের মালিক তিনি। কিন্তু সবকটি উইকেট পেয়েছেন একেবারে শেষের দিকে। উল্লেখযোগ্য বিষয় হল, প্যাভিলিয়নে ফিরিয়েছেন গুরুত্বপূর্ণ ব্যাটারদের। আর এখান থেকেই শুরু জল্পনা। তাহলে কি ভারতের নতুন ডেথ বোলার কুলদীপ?

অন্তত পাকিস্তানকে হারানোর পর সেইরকমই চর্চা শুরু হয়ে গেছে। তবে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন স্বয়ং কুলদীপ যাদব নিজেই। তিনি বলেছেন, দলের পরিকল্পনার জন্যই শেষদিকের ওভারগুলিতে বল করেছেন তিনি (ICC Champions Trophy 2025)।

সাধারণত একদিনের ক্রিকেটে শেষ ১০ ওভারে যারা বল করে থাকেন, তাদেরকেই ডেথ বোলার বলা হয়ে থাকে। বিশেষ করে তারা রান কম দেন এবং উইকেটও নিতে পারেন। তাদেরকেই সেই সময় বল করানো হয়। আর রবিবার, ৪০ ওভারের পর কুলদীপের হাতে বল তুলে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (IND vs PAK Champions Trophy 2025)।

আর বল হাতে কুলদীপ তুলে নিয়েছিলেন সলমন আঘা, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহের উইকেট। এই ম্যাচের পর কুলদীপ জানিয়েছেন, “শেষ ১০ ওভারে বোলিং করার ব্যাপারে আসলে আমিই প্রথম পছন্দ ছিলাম দলের কাছে। এমনকি, অধিনায়কও বুঝতে পেরেছিল যে, বৈচিত্র্য থাকলে স্পিনারের বলে মারা সেইসময় কঠিন। অবশ্য আমার পক্ষে সেটা ভালোই হয়েছে। কারণ, রবিবার ধীরগতির পিচ ছিল। আমি চাইছিলাম যে, গতির তারতম্য এনে ‘রং ওয়ান’বা ‘টপস্পিন’করতে।”

কুলদীপ আরও যোগ করেছেন, “যদি মাঝের দিকের ওভারগুলিতে ১-২টি উইকেট পেয়ে যাই, তাহলে ব্যাটাররা আমার বলে ডিফেন্স করবেই। ওরা শেষ ১০ ওভারে ঠিক তাই করেছে। এমনিতেই পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় সমর্থকদের তরফ থেকে অনেক বেশি চাপ থেকে আমাদের উপর। স্বাভাবিকভাবেই প্রচুর প্রত্যাশা থাকে। কিন্তু আমি সেটা উপভোগ করি। কারণ, আমার সেটা বেশ ভালোই লাগে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?