টসের কয়েনে সৌরভ-ঝুলনের মুখ! বাইশ গজে ধুন্ধুমার লড়াই, শুরু বেঙ্গল প্রো টি-২০ ক্রিকেট লিগ

মঙ্গলবার থেকে শুরু হল বেঙ্গল প্রো টি-২০ ক্রিকেট লিগ (Bengal Pro T-20 Cricket League)। কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতার সমস্ত ম্যাচ।

মঙ্গলবার থেকে শুরু হল বেঙ্গল প্রো টি-২০ ক্রিকেট লিগ (Bengal Pro T-20 Cricket League)। কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতার সমস্ত ম্যাচ।

মূলত, ৮টি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রত্যেক দলেরই পুরুষ এবং মহিলা স্কোয়াড রয়েছে। পুরুষ দলের খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে ইডেনে এবং মহিলা দলের খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে সল্টলেক ক্যাম্পাসে।

Latest Videos

লিগ পর্যায়ে প্রতিটি দল ৭টি করে ম্যাচ খেলবে। তারপর শীর্ষে থাকা ৪টি দল উঠবে সেমিফাইনালে (Semi-Final)। সেখানে প্রথম স্থানাধিকারী দল খেলবে চতুর্থ স্থানাধিকারী দলের বিরুদ্ধে। অন্যদিকে, গ্রুপ টেবিলের দু-নম্বরে থাকা দলটি লড়াই করবে তিন নম্বরে থাকা দলের বিরুদ্ধে। এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন।

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল যে, বেঙ্গল প্রো টি-২০ লিগের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে টসের কয়েন। পুরুষদের ম্যাচে টসের কয়েনে থাকছে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা এক্স-বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মুখ। অন্যদিকে, মহিলাদের খেলায় যে কয়েন দিয়ে টস করা হচ্ছে, সেটিতে থাকছে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) মুখ।

কুড়ি-বিশের এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনে হাজির ছিলেন টলিউডের তারকা অভিনেতা জিৎ এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সেইসঙ্গে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচাও।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলি হলঃ

১. অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স

২. হারবার ডায়মন্ডস

৩. লাক্স শ্যাম কলকাতা টাইগার্স

৪. মুর্শিদাবাদ কিংস

৫. রাঢ় টাইগার্স (বর্ধমান-বীরভূম)

৬. রাশ্মি মেদিনীপুর উইজার্ডস

৭. সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স

৮. সোবিসকো স্ম্যাশার্স মালদা

সবমিলিয়ে, জমজমাট বেঙ্গল প্রো টি-২০ ক্রিকেট লিগ। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠতি ক্রিকেটার তুলে আনার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন সিএবি (Cricket Association of Bengal) কর্তারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News