রঞ্জি ট্রফিতে খেলে ম্যাচ ফিট হয়ে উঠতে চান, অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফেরার লক্ষ্যে শামি

অস্ট্রেলিয়া সফরে কি ভারতীয় দলে সুযোগ পাবেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি? এই পেসারের জাতীয় দলে ফেরার আশা বাড়ছে। ম্যাচ ফিট হয়ে উঠলে জাতীয় দলে ফিরতে পারেন শামি।

Soumya Gangully | Published : Oct 21, 2024 11:45 AM IST

18
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ফেরার লক্ষ্যে তৈরি হচ্ছেন মহম্মদ শামি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে পেসার হিসেবে আছেন জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফেরার জন্য তৈরি হচ্ছেন মহম্মদ শামি।

28
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে মহম্মদ শামি

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেন মহম্মদ শামি। তারপর থেকেই তিনি চোটের জন্য মাঠের বাইরে। তবে এবার চোট সারিয়ে জাতীয় দলে ফেরার লক্ষ্যে শামি।

38
রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ম্যাচ ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন মহম্মদ শামি

দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি মহম্মদ শামি। এই কারণে তিনি রঞ্জি ট্রফিতে খেলে ১০০ শতাংশ ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন।

48
অস্ট্রেলিয়া সফরের আগে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ২ ম্যাচ খেলতে পারেন মহম্মদ শামি

ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন মহম্মদ শামি। বেশ কিছুদিন রঞ্জি ট্রফিতে না খেললেও, এবার বাংলা দলে ফিরতে পারেন এই পেসার।

58
বেঙ্গালুরু টেস্ট ম্যাচ চলাকালীন সেন্টার উইকেটে বোলিং অনুশীলন করেছেন মহম্মদ শামি

বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন সেন্টার উইকেটে মহম্মদ শামিকে বোলিং করতে দেখা যায়। তাঁর হাঁটুতে ব্যান্ডেজ দেখা যায়।

68
১০০ শতাংশ ফিট হয়ে বোলিং অনুশীলন করছেন, সাংবাদিকদের জানিয়েছেন মহম্মদ শামি

মহম্মদ শামি জানিয়েছেন, ‘আমি গত যেভাবে বোলিং করেছি, তাতে খুশি হয়েছি। আমি খুব বেশি চাপ নিতে চাইনি বলে হাফ রান-আপে বোলিং করি। এরপর পূর্ণ রান আপে বোলিং করার সিদ্ধান্ত নিই। ১০০ শতাংশ ছন্দে বোলিং করি।’

78
বোলিং করার সময় আর একটুও যন্ত্রণা অনুভব করছেন না, জানিয়েছেন মহম্মদ শামি

মহম্মদ শামি জানিয়েছেন, ‘ভালোভাবে বোলিং করেছি। আমি ১০০ শতাংশ যন্ত্রণামুক্ত হয়ে বোলিং করছি। আমি অস্ট্রেলিয়া সফরে খেলতে পারব কি না, সে বিষয়ে অনেকেই খোঁজ নিচ্ছেন। তবে তার জন্য এখনও কিছুদিন বাকি আছে।’

88
১০০ শতাংশ ম্যাচ ফিট হয়ে উঠে অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফিরতে চান শামি

মহম্মদ শামি বলেছেন, ‘ফিট হয়ে ওঠাই আমার লক্ষ্য। অস্ট্রেলিয়া সিরিজের জন্য আমি কতটা শক্তিশালী হয়ে উঠতে পারি, সেটাই আমার মাথায় ঘুরছে। অস্ট্রেলিয়ায় আমাদের কীরকম আক্রমণ দরকার, সেটা আমি দেখছি। আমাকে মাঠে আরও সময় কাটাতে হবে।’

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos