অস্ট্রেলিয়া সফরে কি ভারতীয় দলে সুযোগ পাবেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি? এই পেসারের জাতীয় দলে ফেরার আশা বাড়ছে। ম্যাচ ফিট হয়ে উঠলে জাতীয় দলে ফিরতে পারেন শামি।
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ফেরার লক্ষ্যে তৈরি হচ্ছেন মহম্মদ শামি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে পেসার হিসেবে আছেন জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফেরার জন্য তৈরি হচ্ছেন মহম্মদ শামি।
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে মহম্মদ শামি
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেন মহম্মদ শামি। তারপর থেকেই তিনি চোটের জন্য মাঠের বাইরে। তবে এবার চোট সারিয়ে জাতীয় দলে ফেরার লক্ষ্যে শামি।
মহম্মদ শামি জানিয়েছেন, ‘আমি গত যেভাবে বোলিং করেছি, তাতে খুশি হয়েছি। আমি খুব বেশি চাপ নিতে চাইনি বলে হাফ রান-আপে বোলিং করি। এরপর পূর্ণ রান আপে বোলিং করার সিদ্ধান্ত নিই। ১০০ শতাংশ ছন্দে বোলিং করি।’
বোলিং করার সময় আর একটুও যন্ত্রণা অনুভব করছেন না, জানিয়েছেন মহম্মদ শামি
মহম্মদ শামি জানিয়েছেন, ‘ভালোভাবে বোলিং করেছি। আমি ১০০ শতাংশ যন্ত্রণামুক্ত হয়ে বোলিং করছি। আমি অস্ট্রেলিয়া সফরে খেলতে পারব কি না, সে বিষয়ে অনেকেই খোঁজ নিচ্ছেন। তবে তার জন্য এখনও কিছুদিন বাকি আছে।’
মহম্মদ শামি বলেছেন, ‘ফিট হয়ে ওঠাই আমার লক্ষ্য। অস্ট্রেলিয়া সিরিজের জন্য আমি কতটা শক্তিশালী হয়ে উঠতে পারি, সেটাই আমার মাথায় ঘুরছে। অস্ট্রেলিয়ায় আমাদের কীরকম আক্রমণ দরকার, সেটা আমি দেখছি। আমাকে মাঠে আরও সময় কাটাতে হবে।’