
Faf du Plessis: ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে, মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর ২১ তম ম্যাচে টেক্সাস সুপার কিংস মুখোমুখি হয়েছিল এমআই নিউইয়র্কের। আর সেই ম্যাচেই টেক্সাসের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস দুর্দান্ত ব্যাটিং দেখে সবাই যেন রীতিমতো মুগ্ধ। ওপেনার হিসেবে নেমে ডু প্লেসিস মাত্র ৫৩ বল খেলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। তবে তাঁর শতরানের ইনিংসে ছিল ৫টি চার এবং ৯টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১৯৪.৩৪।
টেক্সাস সুপার কিংস ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে। সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এমআই নিউইয়র্ক ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৮৪ রানেই থেমে যায়। ফলে, ম্যাচে টেক্সাস ৩৯ রানে জয়লাভ করে।
এই শতরান ডু প্লেসিসের টি-টোয়েন্টি ক্রিকেটে অষ্টম সেঞ্চুরি। তার মাধ্যমে তিনি টি-২০ ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন। মাইকেল ক্লিঙ্গার, অ্যারন ফিঞ্চ, জস বাটলার, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের সমকক্ষ হয়ে গেলেন। কারণ, তাদের সবারই ৮টি করে শতরান রয়েছে। এদিকে তালিকায় শীর্ষে থাকা ক্রিস গেইলের নামের পাশে রয়েছে ২২টি শতরান, বাবর আজমের ১১টি, রাইলি রুশো এবং বিরাট কোহলির ৯টি করে শতরান রয়েছে।
এমআই নিউইয়র্কের বিপক্ষে করা এই শতরান ডু প্লেসিসের এমএলসিতে তৃতীয় শতরান। মেজর লিগ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক শতরানের মালিক এই মুহূর্তে তিনি। আর ৪০ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস নিয়ে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে রীতিমতো উড়িয়ে দিচ্ছেন তিনি।
অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ড গড়ে ফেললেন ফ্যাফ ডু প্লেসিস। মাইকেল ক্লিঙ্গার এবং বাবর আজমকে ছাড়িয়ে অধিনায়ক হিসেবে অষ্টম শতরানটি করলেন তিনি। বাবর এবং ক্লিঙ্গারের ৭টি করে শতরান রয়েছে। এদিকে বিরাট কোহলি ও জেমস ভিন্সের ৫টি করে শতরান রয়েছে।
নিজের ৪০ বছর বয়সে এসেও, টি-২০ ক্রিকেটে দ্বিতীয় শতরানটি করে বিরল কীর্তি গড়ে ফেললেন ফ্যাফ ডু প্লেসিস। টি-২০ ক্রিকেটের ইতিহাসে ৪০ বছর পর, দুটি শতরান করা একমাত্র ক্রিকেটার তিনি। গ্রেইম হিক এবং পল কলিংউডের রেকর্ডও ভেঙে দিলেন। তাদের অবশ্য একটা করেই শতরান রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।