Ranji Trophy: ফিট থাকলে রঞ্জি ট্রফিতে খেলতেই হবে, ঈশান কিষানদের কড়া বার্তা বিসিসিআই-এর

Published : Feb 12, 2024, 03:47 PM ISTUpdated : Feb 12, 2024, 04:18 PM IST
Ishan Kishan

সংক্ষিপ্ত

রঞ্জি ট্রফির গুরুত্ব হারানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। এরপরেই রঞ্জি ট্রফি নিয়ে ক্রিকেটারদের কড়া বার্তা দিচ্ছে বিসিসিআই।

জাতীয় দলে ফিরতে হলে রঞ্জি ট্রফিতে খেলতেই হবে। শুধু আইপিএল-এ খেললেই হবে না। ঈশান কিষানের মতো ক্রিকেটারদের এই বার্তা দিচ্ছে বিসিসিআই। সম্প্রতি ভারতের সিনিয়র দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, জাতীয় দলে ফিরতে হলে যে কোনও পর্যায়ের ক্রিকেট খেলতে হবে ঈশানকে। কিন্তু তারপরেও এই উইকেটকিপার-ব্যাটার রঞ্জি ট্রফি ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহ দেখাননি। কিরণ মোরের অ্যাকাডেমিতে হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে অনুশীলনে ব্যস্ত ঈশান। তিনি আইপিএল-এর জন্য তৈরি হচ্ছেন। কিন্তু বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও ক্রিকেটার যদি ফিট থাকেন এবং জাতীয় দলের বাইরে থাকেন, তাহলে তাঁকে রঞ্জি ট্রফিতে খেলতেই হবে।

সব ক্রিকেটারকে নোটিস দিতে চলেছে বিসিসিআই

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘কয়েকদিনের মধ্যেই বিসিসিআই-এর পক্ষ থেকে সব ক্রিকেটারকে জানিয়ে দেওয়া হবে, তাঁদের রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতেই হবে। যে ক্রিকেটাররা জাতীয় দলের হয়ে খেলেন, তাঁরা যখন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন না, তখন রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে হবে। শুধু যে ক্রিকেটাররা ফিট নন এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন, তাঁদের রঞ্জি ট্রফি খেলা থেকে রেহাই দেওয়া হবে। কয়েকজন ক্রিকেটার জানুয়ারি থেকেই আইপিএল-এ খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। এতে খুব একটা খুশি নয় বোর্ড।’

ঈশানের আচরণে বিরক্ত ক্রিকেট মহল

২০২৩ সালের শেষদিক থেকে জাতীয় দলের বাইরে ঈশান। ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছেন না এই উইকেটকিপার-ব্যাটার। সম্প্রতি ঈশানের রঞ্জি ট্রফিতে না খেলা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে অসন্তোষ প্রকাশ করেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। এবার বিসিসিআই-এর পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে। বিসিসিআই-এর নির্দেশ অনুযায়ী না চললে সমস্যায় পড়বেন ঈশান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

KL Rahul: নেটে অনুশীলনে কে এল রাহুল, রাজকোট টেস্টে শক্তি বাড়ছে ভারতের

ICC Under-19 Cricket World Cup Final: বিফলে রাজ লিম্বানি, আদর্শ সিংয়ের লড়াই, ফের অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী
বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?