বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। ভারতীয় ক্রিকেটাররা রাজকোট টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
উরুর পেশির চোটের জন্য বিশাখাপত্তনম টেস্ট ম্যাচে খেলতে পারেননি। তবে এখন ফিট হয়ে উঠেছেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি ৩ টেস্ট ম্যাচের দলে তাঁকে রাখা হয়েছে। রাজকোটে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাহুল। রবিবার তাঁকে নেটে অনুশীলন করতে দেখা গেল। রাহুল অনুশীলন শুরু করায় ভারতীয় শিবিরে স্বস্তি ফিরেছে। এই তারকা ব্যাটার রাজকোটে খেললে ভারতীয় দলের মিডল অর্ডারের শক্তি বাড়বে। রাহুলের পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেছেন রবীন্দ্র জাডেজাও। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য বিশাখাপত্তনমে খেলতে পারেননি এই অলরাউন্ডার। তবে রাজকোটে খেলবেন জাডেজা।
বৃহস্পতিবার শুরু রাজকোট টেস্ট ম্যাচ
বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের পর কয়েকদিন বিরতি পেয়েছেন ২ দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার শুরু হচ্ছে তৃতীয় টেস্ট ম্যাচ। রাজকোটে জয় পেলে সিরিজ জয়ের দিকে এগিয়ে যাবে ভারতীয় দল। তবে হেরে গেল সিরিজ জয় কঠিন হয়ে পড়বে। এই কারণে রাজকোটের ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। রাহুল ও জাডেজা ফিট হয়ে মাঠে নামলে দল আরও শক্তিশালী হয়ে উঠবে। বিসিসিআই-এর পক্ষ থেকে সরকারিভাবে বলা হয়েছে, মেডিক্যাল টিম ফিট ঘোষণা করলে তবে রাজকোটে রাহুল ও জাডেজাকে খেলার সুযোগ দেওয়া হবে। তবে এই ২ ক্রিকেটারের খেলা নিয়ে সংশয় নেই।
চোটের জন্য দলে নেই শ্রেয়াস আইয়ার
পিঠের চোটের জন্য বাকি ৩ ম্যাচে খেলতে পারবেন না শ্রেয়াস আইয়ার। তিনি এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। রাজকোট, রাঁচি ও ধরমশালা টেস্টের জন্য ঘোষিত দল- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, কে এল রাহুল, সরফরাজ খান, রজত পতিদার, রবীন্দ্র জাডেজা, কোনা শ্রীকর ভরত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), মহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Glenn Maxwell: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে পঞ্চম শতরান, রোহিতের রেকর্ড স্পর্শ ম্যাক্সওয়েলের
India Vs England: হাঁটুর চোট, বাকি ৩ টেস্ট ম্যাচে নেই ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ