IS Bindra: প্রাক্তন বিসিসিআই সভাপতি আইএস বিন্দ্রা প্রয়াত, ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া

Published : Jan 26, 2026, 03:27 PM IST
IS Bindra: প্রাক্তন বিসিসিআই সভাপতি আইএস বিন্দ্রা প্রয়াত, ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া

সংক্ষিপ্ত

IS Bindra: ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত, তিনি বিসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

IS Bindra: বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি আইএস বিন্দ্রা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর (Indian cricket administrator Bindra)। জগমোহন ডালমিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিসিসিআই-কে একটি ধনী ক্রীড়া সংস্থায় পরিণত করার অন্যতম ভূমিকা নিয়েছিলেন তিনি (IS Bindra BCCI legacy)। 

বিসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন

সেই ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত, তিনি বিসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এমনকি, ১৯৯৪ সালে ক্রিকেট সম্প্রচারের ক্ষেত্রে দূরদর্শনের একচেটিয়া আধিপত্যকে ভেঙে দেন। শুধু তাই নয়, ১৯৮৭ এবং ১৯৯৬ সালে, ভারতে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

ভারত এবং পাকিস্তান আয়োজিত ১৯৮৭ সালের বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিরাপত্তার কারণে সরে দাঁড়ানোর পরিস্থিতি তৈরি হলে, তিনি জেনারেল জিয়া-উল-হককে ভারত সফরের অনুরোধ জানান। যা একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল।

 

 

পাঞ্জাবের মোহালি স্টেডিয়াম বিন্দ্রার সময়েই নির্মিত হয়

সীমান্তে সামরিক উত্তেজনার মাঝেই ১৯৮৭ সালের ফেব্রুয়ারি মাসে, ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পাক প্রেসিডেন্টের অপ্রত্যাশিত আগমনের ফলে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। প্রাক্তন এই আইএএস অফিসার রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিংয়ের বিশেষ সচিব হিসেবেও কাজ করেছেন এবং ১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত, পাঞ্জাব ক্রিকেটকে কার্যত, নিয়ন্ত্রণ করেছেন। 

শুধু তাই নয়, পাঞ্জাবের মোহালি স্টেডিয়াম বিন্দ্রার সময়েই নির্মিত হয়। তাঁর শেষকৃত্য দিল্লীতে সম্পন্ন হবে। সেই দাপুটে ক্রিকেট কর্তা আইএস প্রয়াত হয়েছেন। বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি আইএস বিন্দ্রা প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। জগমোহন ডালমিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিসিসিআই-কে একটি ধনী ক্রীড়া সংস্থায় পরিণত করার অন্যতম ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই দক্ষ ক্রিকেট কর্তা আইএস বিন্দ্রা প্রয়াত হলেন ৮৪ বছর বয়সে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 3rd T20: ভারতের সেরা পাঁচজন দ্রুততম অর্ধশতরানকারীদের তালিকায় নাম লেখালেন অভিষেক শর্মা?
IND vs NZ 3rd T20: ২২ গজে ফের দাপট টিম ইন্ডিয়ার, নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয় সূর্যদের