IND vs NZ 3rd T20: ২২ গজে ফের দাপট টিম ইন্ডিয়ার, নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয় সূর্যদের

Published : Jan 25, 2026, 09:43 PM ISTUpdated : Jan 25, 2026, 10:02 PM IST
IND vs NZ 3rd T20

সংক্ষিপ্ত

IND vs NZ 3rd T20: ব্যাক টু ব্যাক জয়। আবারও ২২ গজে দাপট দেখাল টিম ইন্ডিয়া। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রবিবার, চলতি টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিল ভারতীয় ক্রিকেট দল। আর সেই সুবাদেই সিরিজ জয়ও হাসিল করল টিম ইন্ডিয়া।

IND vs NZ 3rd T20: ব্যাক টু ব্যাক জয়। আবারও ২২ গজে দাপট দেখাল টিম ইন্ডিয়া (3rd t20 ind vs nz)। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রবিবার, চলতি টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিল ভারতীয় ক্রিকেট দল। আর সেই সুবাদেই সিরিজ জয়ও হাসিল করল টিম ইন্ডিয়া। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয়

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রবিবার, চলতি টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড। সেই ম্যাচেই প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে কিউয়িরা (india-new zealand t20)। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আর সেই সিদ্ধান্ত একদম সঠিক ছিল। বোলিং, ফিল্ডিং এবং ক্যাচিং, তিনটি ক্ষেত্রেই সফল ভারত। আর সেই সুবাদেই নিউজিল্যান্ডকে কম রানের মধ্যে আটকে রাখা সম্ভব হয়।

ওপেনার ডেভন কনওয়ে ফিরে যান মাত্র ১ রানে। ভারতের হয়ে প্রথম আঘাতটি হানেন হার্দিক পান্ডিয়া।এরপর দলের আরেক ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার টিম সেইফার্ট করেন মাত্র ১২ রান। এমনকি, মিডল অর্ডারে নেমে রাচিন রবীন্দ্রও কোনও সুবিধা করতে পারেননি। তার কারণ একটাই। ভারতের অনবদ্য বোলিং লাইন-আপ। যা নিঃসন্দেহে বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টকে স্বস্তিতে রাখবে।

ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৫৪ রান

অন্যদিকে, গ্লেন ফিলিপস কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তাঁর সংগ্রহে ৪৮ রান। এছাড়া মার্ক চ্যাপম্যান করেন ৩২ রান, ড্যারিল মিচেলের ঝুলিতে ১৪ রান এবং অধিনায়ক মিচেল স্যান্টনারের সংগ্রহে ২৭ রান। অপরদিকে, কাইলে জেমিয়েসন ৩ রান, ম্যাট হেনরি ১ রান, ইশ সোধি ২ রান এবং জ্যাকব ডাফি ৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। নির্ধারিত ২০ ওভারে, নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে।

ভারতের হয়ে ৩ উইকেট নেন যশপ্রীত বুমরা। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া এবং রবি বিষ্ণোই। ১টি উইকেট হর্ষিত রানার দখলে। তৃতীয় ম্যাচে দলে এসেই বেশ ভালো বোলিং করলেন বুমরা এবং বিষ্ণোই। ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৫৪ রান।

কিন্তু ব্যাট করতে নেমেই প্রাথমিকভাবে বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। ভারতের ইনিংসের প্রথম বলেই উইকেট পড়ে। ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান সঞ্জু স্যামসন। তবে তারপরেই জ্বলে ওঠেন দলের আরেক ওপেনার ঈশান কিষাণ। একের পর এক চার-ছয়ের ফোয়ারা ছোটাতে শুরু করেন তিনি। রীতিমতো বোলারদের শাসন করা শুরু করেন এই তারকা ব্যাটার। 

সিরিজ জয়ও হাসিল করে ফেলল টিম ইন্ডিয়া

তাঁর ঝোড়ো ব্যাটিং-এর সুবাদেই ভারত আবারও লড়াইতে ফিরে আসে। ঈশান কিষাণের সংগ্রহে ১৩ বলে ২৮ রান। স্ট্রাইক রেট ২১৫.৩৮। তাঁর ইনিংসে ছিল ৩টি চার এবং ২টি ছয়। তিনি আউট হওয়ার পর শুরু হয় অভিষেক-সূর্য শো। কার্যত, বিধ্বংসী ব্যাটিং করেন এই দুই তারকা। তাদের দাপটে রীতিমতো খেই হারিয়ে ফেলেন নিউজিল্যান্ডের বোলাররা। অভিষেক শর্মা করেন ২০ বলে ৬৮ রান এবং শেষপর্যন্ত, অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার এবং ৫টি ছয়। স্ট্রাইক রেট ৩৪০.০০। 

সেইসঙ্গে, অধিনায়কোচিত ইনিংস উপহার দিলেন সূর্যকুমার যাদব। নিঃসন্দেহে অনবদ্য ব্যাটিং। সূর্যর সংগ্রহে ২৬ বলে ৫৭ রান। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ২১৯.২৩। শেষপর্যন্ত, অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার। মাত্র ১০ ওভারেই, ২ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে নেয় ভারত। অভিষেক শর্মা-ঈশান কিষাণ জুটি ১৯ বলে ৫৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। পাশাপাশি সূর্যকুমার যাদব-অভিষেক শর্মা জুটি ৪০ বলে ১০২ রানের পার্টনারশিপ গড়েন। নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট পান ম্যাট হেনরি এবং ইশ সোধি।  

ভারত জয় ছিনিয়ে নেয় ৮ উইকেটে। ম্যাচের সেরা অভিষেক শর্মা। অন্যদিকে, পরপর তিনটি ম্যাচ জিতে সিরিজ জয়ও হাসিল করে ফেলল টিম ইন্ডিয়া। 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ভারত), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা

নিউজিল্যান্ডঃ ডেভন কনওয়ে, টিম সেফার্ট (উইকেটকিপার-ভারত), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইলে জেমিয়েসন, ম্যাট হেনরি, ইশ সোধি, জ্যাকব ডাফি    

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পদ্ম পুরস্কার ২০২৬: পদ্মভূষণ বিজয় অমৃতরাজ, পদ্মশ্রী রোহিত শর্মা-হরমনপ্রীত কউর
IND vs NZ 3rd T20: ভারতের বোলিং দাপটে চুপসে গেল নিউজিল্যান্ড, ইনিংস শেষ মাত্র ১৫৩ রানে