
Padma Awards: রবিবার পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হল। এবার একজন ক্রীড়াবিদই পদ্মভূষণ (Padma Bhushan) সম্মান পেলেন। এই সম্মান পাচ্ছেন টেনিসের কিংবদন্তি বিজয় অমৃতরাজ (Vijay Amritraj)। ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান হল পদ্মভূষণ। এই সম্মান পাচ্ছেন অমৃতরাজ। তিনি ১৯৮৩ সালে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী (Padma Shri) সম্মান পেয়েছিলেন। তার আগে ১৯৭৪ সালে তিনি অর্জুন পুরস্কার (Arjuna Award) পান। এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (2024 ICC Men's T20 World Cup) এবং ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জিতেছে। হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় দল ২০২৫ সালে ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) জিতেছে। এই অবদানের কারণেই তাঁদের সম্মান জানানো হল। এই দুই ক্রিকেটারই কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। অবসর নেওয়ার আগে তাঁরা বিশেষ সম্মান পেলেন।
রোহিত ও হরমনপ্রীত ছাড়া ক্রিকেটারদের মধ্যে পদ্মশ্রী পাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার প্রবীণ কুমার (Praveen Kumar)। জাতীয় মহিলা হকি দলের গোলকিপার সবিতা পুনিয়াও (Savita Punia) পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। জাতীয় মহিলা হকি দলের কোচ বলদেব সিং (Baldev Singh) ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি পেলেন। এছাড়া ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি পেলেন ভগবানদাস রাইকোয়ার (Bhagwandas Raikwar) ও কে পাজানিভেল।
রবিবার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী মিলিয়ে মোট ১৩১ জন পদ্ম পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে। জনজীবন, শিল্পকলা, চলচ্চিত্র, সাহিত্য, ক্রীড়া ও জনসেবার মতো বিভাগে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হল। এবার পাঁচজন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী সম্মান পেলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।