
Sourav Ganguly ICC men's cricket committee chairperson: ফের আইসিসি মেনস ক্রিকেট কমিটির (ICC Men's Cricket Committee) চেয়ারপার্সন নিযুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। নবনির্বাচিত কমিটিতে মোট ৬ জন সদস্য আছেন। ভারত থেকে সৌরভ ছাড়াও আছেন একসময় জাতীয় দলে তাঁর সতীর্থ ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। এছাড়া আইসিসি মেনস ক্রিকেট কমিটিতে আছেন হামিদ হাসান, ডেসমন্ড হেনস, টেম্বা বাভুমা ও জোনাথন ট্রট। ক্রিকেটর বিভিন্ন নিয়ম-কানুন ঠিক করা, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া, কোনও বোলারের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠলে সেই অভিযোগের নিষ্পত্তি করা-সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয় আইসিসি ক্রিকেট কমিটি। সৌরভের আগে এই গুরুত্বপূর্ণ কমিটির প্রধান ছিলেন জাতীয় দলে একসময় তাঁর সতীর্থ অনিল কুম্বলে। তিনি তিন দফায় মোট ৯ বছর এই পদে ছিলেন। নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি সর্বাধিক তিন বছর আইসিসি ক্রিকেট কমিটির প্রধান হিসেবে থাকতে পারেন। এই কারণেই কুম্বলেকে সরে যেতে হয়েছে। তাঁর পরিবর্তে এই দায়িত্ব পেয়েছেন সৌরভ।
ক্রিকেট প্রশাসনে একের পর এক দায়িত্বে সৌরভ
পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমে সিএবি-র সঙ্গে যুক্ত হন সৌরভ। এরপর তিনি বিসিসিআই সভাপতি নিযুক্ত হন। সেই দায়িত্ব পালন করার পর আইসিসি ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলার মহারাজ। তাঁর সঙ্গে এবার ফের এই কমিটিতে জায়গা পেয়েছেন লক্ষ্মণ। এখন দক্ষিণ আফ্রিকার ওডিআই, টেস্ট দলের অধিনায়ক বাভুমাই ৬ সদস্যের এই কমিটির একমাত্র সদস্য, যিনি এখনও পেশাদার ক্রিকেট খেলছেন।
ফের একসঙ্গে সৌরভ-জয় শাহ
সৌরভ যখন বিসিসিআই সভাপতি ছিলেন, তখন বিসিসিআই সচিব ছিলেন জয় শাহ। তিনি এখন আইসিসি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আইসিসি চিফ এগজিকিউটিভ কমিটিই ক্রিকেট কমিটির চেয়ারপার্সন-সহ সদস্যদের নাম সুপারিশ করে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পুরুষ ও মহিলাদের টি-২০ প্রতিযোগিতা হতে চলেছে। তার আগে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন সৌরভ ও জয় শাহ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।