ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা ইয়ন মর্গ্যানের

ইংল্যান্ডের হয়ে দীর্ঘদিন ধরে খেলেছেন, সাফল্যের সঙ্গে অধিনায়কত্বও করেছেন। একাধিক ফর্ম্যাটে বিশ্বকাপ জেতার নজিরও আছে ইয়ন মর্গ্যানের। তবে তিনি আর কোনও পর্যায়ের ক্রিকেটই খেলতে নারাজ।

সব ধরনের ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান। সোমবার এই ঘোষণা করেছেন তিনি। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই তারকা। এবার তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও সরে যাওয়ার কথা জানিয়ে দিলেন। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার ২০২২-এর জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে তিনি আয়ারল্যান্ডের হয়ে খেলতেন। পরবর্তীকালে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেন। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য পান তিনি। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন এই ব্যাটার। দীর্ঘ কেরিয়ারে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়েও আইপিএল-এ খেলেছেন। আবু ধাবি টি১০ লিগ, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ এসএ২০-তেও খেলেছেন মর্গ্যান। তিনি পার্ল রয়্যালসের হয়ে এসএ২০ লিগে খেলেছেন। তবে এবার সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন তিনি।

এক বিবৃতিতে মর্গ্যান জানিয়েছেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি। অনেক ভাবনার পর আমার মনে হয়েছে এটাই সরে যাওয়ার উপযুক্ত সময়। আমি এই খেলা থেকে বছরের পর বছর ধরে অনেককিছু পেয়েছি। এবার সরে যাচ্ছি। ২০০৫ সালে ইংল্যান্ডে চলে এসে মিডলসেক্সে যোগ দেওয়া থেকে শেষে এসএ২০-তে পার্ল রয়্যালসের হয়ে খেলা পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। ক্রিকেটের জন্যই আমি সারা বিশ্ব ঘুরতে পেরেছি এবং বহু ভালো মানুষের সঙ্গে আলাপ করতে পেরেছি। তাঁদের মধ্যে অনেকের সঙ্গেই আমার বন্ধুত্ব গড়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলার সুবাদেও অনেক স্মৃতি জমা হয়ে আছে। সেই স্মৃতি সারাজীবন আমার মনে থেকে যাবে।’

Latest Videos

২০১৯ সালে মর্গ্যানের নেতৃত্বেই প্রথমবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ২০১০ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড দলেরও অন্যতম সদস্য ছিলেন মর্গ্যান। এই বাঁ হাতি ব্যাটার ২৪৮টি ওডিআই ম্যাচ খেলে ৭,৭০১ রান করেন। ১১৫টি টি-২০ ম্যাচে তাঁর রান ২,৪৫৮। ১৬টি টেস্ট ম্যাচ খেলে ৭০০ রান করেন তিনি। সীমিত ওভারেই তাঁর সাফল্য বেশি। 

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন মর্গ্যান। তিনি পরিবারের সঙ্গেও সময় কাটাতে চান।

আরও পড়ুন-

আইসিসি-র বিচারে জানুয়ারির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত শুবমান গিল

উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম, ৩.৪০ কোটি টাকা দিয়ে স্মৃতি মন্ধানাকে নিল আরসিবি

ধরমশালা থেকে ইন্দোরে সরে গেল ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury