সংক্ষিপ্ত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলার সুযোগ না পেলেও, সীমিত ওভারের ফর্ম্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসি-র কাছ থেকে স্বীকৃতি পেলেন ভারতীয় দলের তরুণ ব্যাটার শুবমান গিল।
জানুয়ারিতে আইসিসি-র সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয় দলের ওপেনিং ব্যাটার শুবমান গিল। ওডিআই ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে এই স্বীকৃতি পেলেন শুবমান। মহিলাদের মধ্যে গত মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক গ্রেস স্ক্রিভানস। সম্প্রতি মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে রানার্স হয়েছে ইংল্যান্ড। এই প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখান গ্রেস। ফাইনালে অবশ্য তিতাস সাধুর অসাধারণ পারফরম্যান্সের সুবাদে জয় পায় ভারত। তবে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন গ্রেস। ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স দেখানোই শুবমান ও গ্রেসের লক্ষ্য। সীমিত ওভারের ফর্ম্যাটের মতোই টেস্টেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শুবমান। এখন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সুযোগের অপেক্ষায়। এই সিরিজে এখনও ৩ ম্যাচ বাকি। নাগপুর টেস্ট ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। শুবমান যেমন ওপেন করতে পারেন তেমনই মিডল অর্ডারেও ব্যাটিং করতে পারেন। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সুযোগ পাওয়ার আশা করছেন এই ব্যাটার।
আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে শুবমান বলেছেন, ‘আমার জন্য জানুয়ারি মাস একদম আলাদা ছিল। এই পুরস্কার পাওয়ায় মাসটা আমার কাছে আরও স্মরণীয় হয়ে থাকল। পারফরম্যান্সের স্বীকৃতি পেলে সবসময় ভালো লাগে। আমি যে ইনিংসগুলি খেলেছি তার ফলে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের আগে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বের দিকে এগিয়ে চলেছি। এই সময় আমার আত্মবিশ্বাস বেড়ে যাওয়া ভালো।’
জানুয়ারিতে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন শুবমান। তাঁর এই ইনিংসে ছিল ২৮টি বাউন্ডারি। এই ইনিংসের মাধ্যমে ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে কম বয়সে দ্বিশতরান করার রেকর্ড গড়েন শুবমান। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন এই ওপেনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে তিনি করেন ১১২ রান। এরকম পারফরম্যান্সের পর অন্য কাউকে মাসের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়ার অবকাশ ছিল না।
শুবমানের সঙ্গে মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে ছিলেন সতীর্থ পেসার মহম্মদ সিরাজ ও নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। তাঁদের পিছনে ফেলে দিয়েছেন শুবমান। ২০২২-এর অক্টোবরে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বিরাট কোহলি। তারপর এই প্রথম কোনও ভারতীয় ক্রিকেটার এই সম্মান পেলেন।
আরও পড়ুন-
উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম, ৩.৪০ কোটি টাকা দিয়ে স্মৃতি মন্ধানাকে নিল আরসিবি
ধরমশালা থেকে ইন্দোরে সরে গেল ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ
নাগপুরে ভরাডুবি, দ্বিতীয় টেস্টের আগে বাঁ হাতি স্পিনার ম্যাথু কনেম্যানকে তলব অস্ট্রেলিয়ার