
IND vs ENG: গৌতম গম্ভীর কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও টেস্টে ফলাফল খুব একটা ভালো নয়। মোট ১৩টি ম্যাচ খেলে, মাত্র চারটিতে জয় পেয়েছে তারা। ইংল্যান্ড সফরে ভারতীয় দল নির্বাচন নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে গম্ভীরকে (Gautam Gambhir Coaching Future)। আর্শদীপ সিং এবং কুলদীপ যাদবকে একটি ম্যাচেও খেলানো হয়নি, যা নিয়ে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের মধ্যে মতবিরোধের খবরও সামনে এসেছে (Michael Atherton on Gautam Gambhir)।
টেস্ট সিরিজে হারলে ভারতীয় দলের কোচের পদে থাকা গৌতম গম্ভীর বেজায় বিপাকে পড়তে পারেন বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বড় ব্যবধানে হেরে গিয়ে, ইংল্যান্ড সফরে এসেছে ভারত। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের মাঠে তিন টেস্টেই হেরেছে তারা। অস্ট্রেলিয়া সফরে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে ভারত এখন ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর, ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ টিমে বড়সড় রদবদল হতে পারে বলে সূত্রের খবর। হেড কোচ গৌতম গম্ভীরকে রেখে দেওয়া হলেও, গম্ভীরের পছন্দসই নিয়োগ করা বোলিং কোচ মর্নি মর্কেল, সহকারী কোচ রায়ান টেন দুশখাতেকে বরখাস্ত করা হতে পারে বলে খবর। ইংল্যান্ড সফরের পর, সেপ্টেম্বর মাসে এশিয়া কাপের পরেই তাদের বরখাস্ত করা হবে বলে বিসিসিআই সূত্রে জানা গেছে।
ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া শেষ দুটি টেস্টে ভারতের পারফরম্যান্স যাই হোক না কেন, এই দুজন কোচিং স্টাফের বিদায় প্রায় নিশ্চিত বলেই খবর পাওয়া যাচ্ছে। দলের বোলারদের পারফরম্যান্স উন্নত করতে মর্কেল সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং গম্ভীরের সহকারী কোচ হিসেবে দুশখাতেও তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি। তাই বিসিসিআই মনে করছে, এদের আর রেখে লাভ নেই। শুধু শুধু দলের বোঝা বাড়ানো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।