বয়স হয়েছিল ৫৫ বছর, গুরুতর অসুস্থ হয়ে প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প

কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড়। এবার প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প।

সোমবার প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। শোকপ্রকাশ করে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা এই খবর জানাচ্ছি যে গ্রাহাম থর্প প্রয়াত হয়েছেন। গ্রাহমের প্রয়াণে আমরা যে গভীর শোক পেয়েছি, তা প্রকাশ করার উপযুক্ত ভাষা নেই।’ প্রয়াত এই ক্রিকেটারের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি গুরুতর অসুস্থ ছিলেন। ২০২২ সালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে তাঁর কোন রোগ হয়েছিল, সেটা জানানো হয়নি। ইংল্যান্ডের জাতীয় দলের পাশাপাশি কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলেন থর্প। ইংল্যান্ডের হয়ে ১৯৯৩ সালে অভিষেক হয় এই ক্রিকেটারের। তিনি ২০০৫ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। ১০০টি টেস্ট ম্যাচ এবং ৮২টি ওডিআই ম্যাচ খেলেন থর্প। তিনি টেস্টে ১৬টি শতরান এবং ৩৯টি অর্ধশতরান-সহ ৪৪.৬৬ গড়ে ৬,৭৪৪ রান করেন। ওডিআই ফর্ম্যাটে ৩৭.১৮ গড়ে ২,৩৮০ রান করেন থর্প। তিনি ওডিআই ফর্ম্যাটে ২১টি অর্ধশতরান করলেও, শতরান পাননি।

প্রথম শ্রেণির ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স থর্পের

Latest Videos

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন থর্প। সারের হয়ে কাউন্টি ক্রিকেটে ২১,৯৩৭ রান করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে থর্পের ব্যাটিংয়ের গড় ৪৫.০৪। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯টি শতরান ও ১২২টি অর্ধশতরান করেন এই ব্যাটার। লিস্ট এ ক্রিকেটে ৩৫৪ ম্যাচ খেলে ৩৯.৬৭ গড়ে ১০,৮৭১ রান করেন থর্প। তিনি ৯টি শতরান ও ৮০টি অর্ধশতরান করেন।

থর্পের প্রয়াণে ইংল্যান্ডের ক্রিকেটে শোক

ইসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হওয়ার পাশাপাশি ক্রিকেট পরিবারের প্রিয় সদস্য ছিলেন গ্রাহাম। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের প্রিয় ছিলেন তিনি। ওঁর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন ছিল না। ১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে সতীর্থ ও সমর্থকদের অনেক আনন্দের মুহূর্ত উপহার দিয়েছেন গ্রাহাম।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দ্বিতীয় ম্যাচে হার, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে জয় পাচ্ছে না ভারত

বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়, আইপিএল-এ মেগা নিলামের বিরোধিতা শাহরুখ-কাব্যর

ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে: হাইভোল্টেজ টাই! অর্ধশতরান করেও দলকে জেতাতে পারলেন না রোহিত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral