রবিবার এবারের শ্রীলঙ্কা সফরে প্রথম কোনও ম্যাচে হারের মুখ দেখল ভারতীয় দল। গৌতম গম্ভীর নতুন প্রধান কোচ হওয়ার পর এদিনই প্রথম কোনও ম্যাচে হেরে গেল ভারত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩২ রানে হেরে গেল ভারতীয় দল। ওডিআই সিরিজের প্রথম ম্যাচ টাই হয়েছিল। রবিবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা। ভারতীয় দলের পক্ষে আর এই সিরিজে জয় পাওয়া সম্ভব নয়। তৃতীয় ম্যাচ জিতে বড়জোর সমতা ফেরাতে পারবেন রোহিত শর্মারা। এই সিরিজে বিরাট কোহলির ব্যর্থতা চোখে পড়ছে। প্রথম ওডিআই ম্যাচে ২৪ রান করার পর দ্বিতীয় ম্যাচে ১৪ রান করেই আউট হয়ে যান এই তারকা ব্যাটার। সিরিজে সমতা ফেরাতে হলে বিরাটকে বড় রান করতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজের পর দেশের মাটিতে পরপর টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। তার আগে বিরাটের ফর্মে ফেরা জরুরি।
দলগত লড়াইয়ে জয় শ্রীলঙ্কার
রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। ৯ উইকেটে ২৪০ রান করে শ্রীলঙ্কা। আবিষ্কা ফার্নান্ডো ও কামিন্দু মেন্ডিস। দুনিথ ওয়েল্লালাগে করেন ৩৯ রান। কুশল মেন্ডিস করেন ৩০ রান। আসালাঙ্কা করেন ২৫ রান। এরপর বোলিংয়ে কামাল করেন জেফ্রি বন্দরসে। তিনি ১০ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে ৬ উইকেট নেন। ২০ রান দিয়ে ৩ উইকেট নেন আসালাঙ্কা।
ব্যাটিং ব্যর্থতায় হার ভারতের
রান তাড়া করতে নেমে ভারতের ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন অধিনায়ক রোহিত ও শুবমান গিল। ওপেনিং জুটিতে যোগ হয় ৯৭ রান। রোহিত ৪৪ বলে ৬৪ এবং শুবমান ৩৫ বলে ৪৪ রান করেন। অক্ষর প্যাটেল করেন ৪৪ রান। কিন্তু ভারতের অন্য কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান ওয়াশিংটন সুন্দর। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন এই স্পিনার। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ১ উইকেট করে নেন মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
নতুনভাবে সেজে উঠছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার জয় শাহের
বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়, আইপিএল-এ মেগা নিলামের বিরোধিতা শাহরুখ-কাব্যর
ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে: হাইভোল্টেজ টাই! অর্ধশতরান করেও দলকে জেতাতে পারলেন না রোহিত