আর জি কর নিয়ে ফের মন্তব্য সৌরভের, বললেন 'নারকীয় ঘটনা! দোষীদের কঠোর শাস্তি চাই'

আর জি কর (RG Kar) কাণ্ডে ফের মুখ খুললেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।

Subhankar Das | Published : Aug 17, 2024 11:27 AM IST

আর জি কর (RG Kar) কাণ্ডে ফের মুখ খুললেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।

উলেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (RG Kar Medical College & Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মহারাজের প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে বেশ ভালোরকমের জলঘোলা হয়েছে।

Latest Videos

কারণ, অনেকেই বলেছেন এহেন নৃশংস ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো ব্যক্তিত্বের তরফ থেকে আরও স্পষ্ট প্রতিবাদ হওয়া উচিৎ ছিল। কিন্তু তিনি তা করেননি।

আর এবার সেইরকমই বার্তা পাওয়া গেল প্রাক্তন ভারত অধিনায়কের কাছ থেকে। কার্যত, আর জি করের পাশবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন সৌরভ। তিনি বলেছেন, “এটি একটি নারকীয় ঘটনা। আশা করব দোষীদের কঠোর শাস্তি হবে।”

আরও পড়ুনঃ 

আর জি কর কাণ্ডের জেরে বাতিল কলকাতা ডার্বি, প্রতিবাদের আগুনকে আঁচ করেই কি এই সিদ্ধান্ত?

আর জি করে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার প্রতিবাদে গত রবিবারই প্রাথমিক একটি প্রতিক্রিয়া দেন সৌরভ। তাঁর বক্তব্য ছিল, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত এবং বাংলা মহিলাদের জন্য নিরাপদ।”

আর এরপরই তাঁর এই মন্তব্য নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়ে যায়।

এদিন মেয়ে সানার অফিসের একটি অনুষ্ঠানে গিয়ে সৌরভ জানান, “আমার আগের মন্তব্য কীভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি জানি না। কিন্তু এটি আসলে একটি নারকীয় ঘটনা। দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিৎ।”

প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, “পৃথিবীর যে কোনও প্রান্তে এই ধরনের ঘটনা ঘটলেই তার প্রতিবাদ করা হবে। আমাদের দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছেন, সেটাই প্রত্যাশিত। এই ধরনের নারকীয় অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিৎ।”

তবে তিনি এও বলেছেন, “প্রতিবাদ হওয়া উচিৎ। কিন্তু চিকিৎসকদের পেশা সমাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেটাও ভেবে দেখতে হবে।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |
'বন্যার জন্য দায়ী মমতা, তিনি বাঁধ সংরক্ষণ না করে টাকা ঝেড়ে দিয়েছেন' বিস্ফোরক Suvendu Adhikari
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case