২০২৫ সালের আইপিএল-এর নিলামে কি থাকবেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ? এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে আগামী আইপিএল-এ স্মিথকে দেখা যেতেই পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখানোর পর এবার আইপিএল-এ প্রত্যাবর্তনের লক্ষ্যে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। তিনি বলেছেন, ‘ফের আইপিএল-এ খেলার সুযোগ পেলে আমার খুব ভালো লাগবে। আমি আইপিএল-এর নিলামে থাকতে চাইব। তারপর কোনও দল আমাকে নেয় কি না দেখা যাবে। সম্প্রতি টি-২০ ক্রিকেটে আমি যে সুযোগ পেয়েছি সে সবই কাজে লাগিয়েছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমি খেলেছি। আমি ভালো পারফরম্যান্সই দেখিয়েছি। ফলে আশা করি আইপিএল-এর নিলামে থাকব এবং খেলা উপভোগ করব।’ স্মিথের এই বক্তব্যেই স্পষ্ট, তিনি আইপিএল-এর আগামী মরসুমে খেলতে আগ্রহী।
মেজর লিগ ক্রিকেট চ্যাম্পিয়ন দলের নেতা স্মিথ
এবারের মেজর লিগ ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন স্মিথ। এই তারকা ব্যাটার ৯ ইনিংসে ৩৩৬ রান করেছেন। তাঁর গড় ৫৬ এবং স্ট্রাইক রেট ১৪৮.৬৭। তিনটি অর্ধশতরান করেছেন স্মিথ। ওয়াশিংটন ফ্রিডম দলকে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। প্রথমবার মেজর লিগ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে ওয়াশিংটন ফ্রিডম। ফাইনালে ৫২ বলে ৮৮ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন স্মিথ।
৩ মরসুম আইপিএল-এ খেলেননি স্মিথ
২০২১ সালের আইপিএল-এ শেষবার খেলেন স্মিথ। সেবার অবশ্য দিল্লি ক্যাপিটালসের হয়ে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই অস্ট্রেলিয়ান ব্যাটার। তিনি ৮ ম্যাাচ খেলে ২৫.৩৩ গড়ে মাত্র ১৫২ রান করেন। স্ট্রাইক রেট ছিল ১১২.৫৯। এই পারফরম্যান্সের পর আইপিএল-এর গত দুই মরসুমে কোনও ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাননি। এবার অবশ্য টি-২০ ফর্ম্যাটে ভালো ফর্মে থাকায় আইপিএল-এ খেলার সুযোগ পাওয়ার লক্ষ্যে স্মিথ। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি তাঁকে দলে নিতে আগ্রহী কি না এখনও জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
টেস্টে সচিনের সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙে দিতে পারেন এই ব্যাটার, আশায় পন্টিং
বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন শাকিব আল-হাসান? মুখ খুললেন স্ত্রী
পাকিস্তানিদের হাঁড়ির হাল, ভারতীয় রেলের এক লিটার জলের বোতলের দামে টেস্ট ম্যাচের টিকিট!