আর জি করে ঘটে যাওয়া নৃশংস ঘটনা নাড়া দিল বুমরাকেও, কী লিখলেন এই জাতীয় ক্রিকেটার?

উত্তাল গোটা রাজ্য, স্তম্ভিত সমগ্র দেশ। আর এবার আর জি কর (RG Kar) কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ জানালেন ভারতীয় ক্রিকেটার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

উত্তাল গোটা রাজ্য, স্তম্ভিত সমগ্র দেশ। আর এবার আর জি কর (RG Kar) কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ জানালেন ভারতীয় ক্রিকেটার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতালে রাতের অন্ধকারে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (RG Kar Medical College & Hospital) ঘটে যাওয়া এই নৃশংস হত্যার তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিবিআই (CBI)।

Latest Videos

এবার এই প্রসঙ্গে সরব হলেন জাতীয় দলের ক্রিকেটার যশপ্রীত বুমরা। নিজের সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) পোস্ট শেয়ার করেন তিনি। সেইসঙ্গে, তাঁর বার্তা “নারীর পথ বদলে নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে।

ইনস্টাগ্রামে এই জোরে বোলারের প্রতিক্রিয়া দেখে অনেকেই বলছেন, পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া এই ঘটনার ভয়াবহতা এতটাই যে, প্রত্যেকের মন ছুঁয়ে গেছে।

স্বাধীনতা দিবসের (Independence Day) সকালেই আর জি কর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া দেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhat)। এই ঘটনার সঙ্গে দিল্লির নির্ভয়াকাণ্ডের তুলনা করে তীব্র নিন্দায় মুখর হন তিনি। এমনকি, নিজের সেই পোস্টে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) ২০২২ সালের রিপোর্ট দিয়ে অভিনেত্রী লেখেন, “আমাদের নারীদের কেমন মনে হওয়া উচিৎ? এটাই যদি আমাদের মনের ভিতর চলতে থাকে, তাহলে রোজ কাজে যাব কেমন করে? ভয়ঙ্কর এই ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দিয়েছে যে, নারীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা ভার বহন করে চলে।”

তাঁর কথায়, “নারীকে পথ পরিবর্তন করতে বোলো না। ভূমিকে বাসযোগ্য করে তোলো। প্রত্যেক নারীর ভালো থাকার অধিকার রয়েছে।” আলিয়ার সেই পোস্টের শেষের অংশটুকুই বুমরা তুলে ধরেছেন নিজের ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে। তাঁর পরিষ্কার বার্তা, নারীকে রাস্তা বদল করতে বলা নয়, বরং তার চারপাশের পরিবেশ বদলেই জোর দিতে হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, প্রত্যেক নারীর আরও ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News