ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এই ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেই বেশ শিক্ষিত। তবে তাঁদের মধ্যেও বিশেষভাবে উল্লেখযোগ্য প্রাক্তন ক্রিকেটার অময় খুরেশিয়ার নাম।

ক্রিকেটার হিসেবে খুব একটা সফল হয়ে উঠতে পারেননি। বর্তমান প্রজন্মের অনেকে হয়তো তাঁর নামও শোনেননি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য অময় খুরেশিয়ার নাম। ক্রিকেটারদের মধ্যে অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে অনেকদূর পড়াশোনা করেছেন। কিন্তু একজনের বেশি ক্রিকেটার ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। যে ক্রিকেটার ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তিনি খুরেশিয়া। ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগেই তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি শুল্ক ও রাজস্ব বিভাগে কর্মরত। ২০০৭ সালের ২২ এপ্রিল প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন খুরেশিয়া। তবে খেলা ছেড়ে দিলেও, অন্য ক্ষেত্রে তিনি দুর্দান্ত সফল। প্রতি বছর লক্ষ লক্ষ পড়ুয়া ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন এবং পরীক্ষা দেন। কিন্তু তাঁদের মধ্যে থেকে যেমন মাত্র কয়েকশো জনই উত্তীর্ণ হন। সেই পরীক্ষায় সফল হয়েছিলেন খুরেশিয়া। ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়াও ইউপিএসসি পরীক্ষায় সাফল্য পাওয়ার মতোই কঠিন। এই ২ ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন খুরেশিয়া। ফলে তাঁর কৃতিত্ব রীতিমতো চমকপ্রদ।

১৯৭২ সালের ১৮ মে মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্ম হয় খুরেশিয়ার। তিনি বাঁ হাতে ব্যাটিং করার পাশাপাশি বাঁ হাতে স্পিন বোলিংও করতেন। তবে মূলত ব্যাটার হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ১৯৮৯ থেকে ২০০৬ পর্যন্ত তিনি মধ্যপ্রদেশের হয়ে খেলেন। ১৯৯৯ সালের মার্চে ভারতের হয়ে প্রথম ওডিআই ম্যাচ খেলেন খুরেশিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০০১ সালের ১৫ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধেই প্রথম ওডিআই ম্যাচ খেলেন খুরেশিয়া। তিনি ১২টি ওডিআই ম্যাচ খেলে মাত্র ১৪৯ রান করেন। তাঁর ব্যাটিংয়ের গড় ১৪.৫৪। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র একটি অর্ধশতরান করেন খুরেশিয়া। ওডিআই ম্যাচে তাঁর সর্বোচ্চ স্কোর ৫৭। অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৫ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলে সবার নজর কেড়ে নেন খুরেশিয়া। কিন্তু এরপর আর তিনি সাফল্য পাননি। ১৯৯৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন এই ব্যাটার। তবে তিনি বিশ্বকাপের কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি।

Latest Videos

মধ্যপ্রদেশের হয়ে ১১৯টি ওডিআই ম্যাচ খেলে ৭,৩০৪ রান করেন খুরেশিয়া। তাঁর ব্যাটিংয়ের গড় ৪০.৮০। প্রথম শ্রেণির ম্যাচে ২১টি শতরান এবং ৩১টি অর্ধশতরান করেন খুরেশিয়া। সর্বোচ্চ স্কোর ২৩৮। আন্তর্জাতিক বা প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর কোনও উইকেট নেই।

আরও পড়ুন-

চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন, সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন রোহিত শর্মা

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে রোহিত, বিরাট, সুযোগ পেতে পারেন রাহুল ত্রিপাঠি

পিছন থেকে স্পাইডার ক্যামের ধাক্কা, মাঠে লুটিয়ে পড়লেন দক্ষিণ আফ্রিকার পেসার

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar