সংক্ষিপ্ত
৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কার টি-২০ সিরিজ। এই সিরিজের জন্য এখনও ভারতের দল ঘোষণা করা হয়নি।
টি-২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল। বাংলাদেশ সফরে ভারতীয় দলে থাকার পর ফের দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলকে। বিরাটের বদলে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন রাহুল ত্রিপাঠি। বাংলাদেশ সফরে ওডিআই সিরিজেও ভারতীয় দলে ছিলেন ৩১ বছরের ব্যাটার রাহুল। তবে তিনি কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি। এবার হয়তো দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন তিনি। এই সিরিজেই হয়তো ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে এই ব্যাটারের। তিনি গত আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪ ম্যাচ খেলে ৪১৪ রান করেন রাহুল। এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তিনি ভারতীয় দলে সুযোগ পান। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ ছাড়াও ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ছিলেন রাহুল। কিন্তু কোনও সিরিজেই খেলার সুযোগ পাননি তিনি।
ওপেন করার পাশাপাশি মিডল অর্ডারেও ব্যাটিং করতে পারেন রাহুল। তিনি রাইজিং পুণে সুপারজায়ান্টস, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্সের হয়েও আইপিএল-এ খেলেছেন রাহুল। তিনি আইপিএল-এর পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতাগুলিতেও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। এখনও পর্যন্ত ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৫৩টি লিস্ট এ ম্যাচ খেলেছেন রাহুল। তিনি প্রথম শ্রেণির ম্যাচে ২,৬৫৬ রান করেছেন এবং ১১ উইকেট নিয়েছেন। লিস্ট এ ম্যাচে তিনি ১,৭৮২ রান করেছেন এবং ৬ উইকেট নিয়েছেন।
রাহুলের পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন পৃথ্বী শ-ও। রোহিতের বদলে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন পৃথ্বী। এই ব্যাটার ওপেন করেন। তিনি বোলারদের উপর চাপ সৃষ্টি করতে পারেন। মারকুটে ব্যাটার পৃথ্বী। সেই কারণে টি-২০ দলে তিনি সুযোগ পেতেই পারেন। এই ব্যাটার ক্রিজে গিয়ে শুরু থেকেই দাপটে ব্যাটিং করতে পারেন। পাওয়ার প্লে-র সুযোগ নিয়ে দ্রুত রান করতে পারেন এই ব্যাটার। আইপিএল-এ তাঁর স্ট্রাইক রেট ১৪৭.৪৫।
পৃথ্বী ভারতের হয়ে শেষবার খেলার সুযোগ পান ২০২১ সালের জুলাই মাসে। তখন তিনি টি-২০ ম্যাচ খেলেন। তিনি শেষবার টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান ২০১৯-এর ডিসেম্বরে। জাতীয় দলের হয়ে গত দেড় বছরে খেলার সুযোগ না পেলেও, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে চলেছেন পৃথ্বী। ২৩ বছরের এই ব্যাটার গত আইপিএল-এর আগে ফিটনেসের উপর জোর দেন। তিনি ৭-৮ কেজি ওজন কমিয়ে ফেলেন।
আরও পড়ুন-
পিছন থেকে স্পাইডার ক্যামের ধাক্কা, মাঠে লুটিয়ে পড়লেন দক্ষিণ আফ্রিকার পেসার
শততম টেস্টে দ্বিশতরান, মেলবোর্নে বিরল কীর্তি স্থাপন ডেভিড ওয়ার্নারের
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে ঋষভ পন্থকে