প্রভিডেন্ট ফান্ডেের টাকা তছরুপের অভিযোগ! প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, নিজের সংস্থার কর্মীদের বেতন থেকে টাকা কাটলেও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সেই টাকা তিনি জমা দেননি। 

চূড়ান্ত কেসে ফেঁসে গেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার রবীন উত্থাপ্পা। এবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হল তাঁর বিরুদ্ধে।

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, নিজের সংস্থার কর্মীদের বেতন থেকে টাকা কাটলেও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সেই টাকা তিনি জমা দেননি। মোট ২৩ লক্ষ টাকার বেশি প্রতারণার অভিযোগ উঠেছে উথাপ্পার বিরুদ্ধে।

Latest Videos

তাই আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন এই ক্রিকেটারকে। উল্লেখ্য, উথাপ্পার একটি পোশাক তৈরির সংস্থা রয়েছে। সেই সংস্থার বিরুদ্ধে ইপিএফে টাকা জমা না দেওয়ার একটি অভিযোগ উঠেছে। সেই বকেয়ার পরিমাণ প্রায় ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ টাকা। সংস্থার পরিচালক হিসেবে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উথাপ্পাকে।

নাহলে তাঁকে গ্রেফতারও করা হতে পারে বলে জানা গেছে। এদিকে গত ৪ ডিসেম্বর, রবীন উথাপ্পার বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি করেছেন আঞ্চলিক পিএফ কমিশনার সদাক্ষরী গোপাল রেড্ডি। তিনি জানিয়েছেন, উথাপ্পার সংস্থার বিপুল অর্থ বকেয়া থাকায় সংস্থার কর্মীদের তহবিলের হিসেবের কাজ আপাতত আটকে রয়েছে।

যা একেবারেই গ্রাহণযোগ্য নয়। তবে গত ৪ ডিসেম্বরের পরোয়ানাটি পুলিশ পিএফ কমিশনারকে ইতিমধ্যেই ফেরত দিয়েছে। কারণ, উথাপ্পাকে তাঁর পুলকেশিনগরের বাড়িতে পাওয়া যায়নি। প্রসঙ্গত, ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বর্তমানে সপরিবারে দুবাইতেই থাকেন। বছরের অধিকাংশ সময় তিনি সেখানেই থাকেন।

তবে এই প্রসঙ্গে ৩৯ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু কর্মীদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়ার পরেও কেন তা সময়মতো ইপইএফে জমা করা হল না, তারও কোনও সদুত্তর পাওয়া যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News